ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসা হামাসের
ইসরাইলে ইরানের ‘বীরত্বপূর্ণ’ ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসা করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এই হামলার জন্য ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) অভিনন্দন জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। খবর বিবিসির।
ইসরাইলের রাজধানী তেল আবিবের আকাশে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ছবি: সংগৃহীত
এক বিবৃতিতে হামাস জানিয়েছে, ‘আমাদের দখল করা ভূখণ্ডের বিস্তীর্ণ এলাকা লক্ষ্য করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তাদের আমরা অভিনন্দন জানাই।’
হামাসের পাশাপাশি ইসরাইলে হামলা চালানোয় ইরানকে ‘স্যাল্যুট’ জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি। এই হামলাকে সামরিক অভিযান অভিহিত করে একে স্বাগত জানিয়েছেন হুতির মুখপাত্র মোহাম্মদ আবদুল সালাম। হামলার পরই এক বিবৃতিতে তিনি বলেন, ‘এই অভিযান ফিলিস্তিনের প্রতি সমর্থন এবং এই অঞ্চলে ইসরাইলের আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়েছে।’
আরও পড়ুন: ইসরাইলে হামলা চালানোয় ইরানকে ‘স্যাল্যুট’ জানাল হুতি
আবদুল সালাম সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বার্তায় বলেছেন, ‘জায়নবাদী সত্তাকে প্রতিরোধ এবং লেবানিজ-ফিলিস্তিনি জনগণের পাশাপাশি এই অঞ্চলের মানুষের ওপর এর বর্বর অপরাধযজ্ঞ মোকাবিলা করাই এর লাগাম টানার একমাত্র উপায়।’
গাজার পর লেবাননে সামরিক আগ্রাসনের জবাবে মঙ্গলবার (১ অক্টোবর) রাতে ইসরাইলের ভূখণ্ডে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এ হামলার লক্ষ্যবস্তু ইসরাইলের রাজধানী তেল আবিবের তিনটি সামরিক ঘাঁটি ছিল বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
আরও পড়ুন: ইসরাইলে হামলা: নেচে-গেয়ে তেহরানের রাস্তায় হাজারো মানুষের উল্লাস
ইসরাইল সরকার জানায়, মঙ্গলবারের (১ অক্টোবর) হামলায় ইরান ১৮০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে কিছু ‘হাইপারসনিক ফাত্তাহ’ ক্ষেপণাস্ত্রও ছিল, যেগুলোর সর্বোচ্চ গতি ঘণ্টায় ১০ হাজার মাইল বলে ধারণা করা হচ্ছে।
No comments: