Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » ফুটতে শুরু করে তীব্র সুগন্ধ যুক্ত ছাতিম ফুল




আসুন ছাতিম রাজ্যে একবার উঁকি দিই। শরৎ ও হেমন্ত ঋতুতে গুচ্ছ গুচ্ছ আকারে অফুরন্ত প্রস্ফুটন হয়ে সন্ধ্যার দিক থেকে ফুটতে শুরু করে তীব্র সুগন্ধ যুক্ত ছাতিম ফুল। ৫০০ মিটার দূর থেকে এর সুবাস আপনাকে জানিয়ে দেবে ধারে কাছে কোথাও ছাতিম ফুল ফুটেছে। একে হরেক নামে ডাকা হয়ে থাকে যেমন:- ♦️পন্ডিত গাছ , কারন প্রাচীন কালে পন্ডিতরা টোলে তাঁর ছাএদের পড়াতেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যেত এই টোলগুলি ছিল এই গাছের তলায়। এই গাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে Alstonia Scholaris. স্কলার শব্দের অর্থ হল পন্ডিত ।বৈজ্ঞানিক নামের সাথে এই গাছের নামাকরণ যুক্ত আছে। ♦️সপ্তপরণী, কারন বেশিরভাগক্ষেত্রে দেখা যার একটি ডগায় সাতটি পাতা থাকে, তবে ৫/৮ টি পাতাও দেখা যায়।তাই এই গাছের আর এক নাম সপ্তপরণী। ♦️ ছাতিম, কারন ছাতিম মানে ছাতার সাথে যুক্তএকটি শব্দ। ডগার মাথায় পাতা গুলি এমন ভাবে সজ্জিত থাকে দেখলে মনে হয় ছাতার আকৃতি ধারন কররেছে। ♦️Blackboard Tree, কারন এই গাছের কাঠ খুব নরম তাই এই কাঠ‌ দিয়ে স্লেট, পেনসিল,ব্ল্যাকবোর্ড ইত্যাদি তৈরী করা হতো। ♦️Devil's Tree, বাংলার গ্রাম অঞ্চলে যেমন কুসংস্কার আছে যে শেওড়া গাছে ভূত থাকে এটিও তেমনই একটি কুসংস্কার। শ্রীলঙ্কায় এই গাছের কাঠ দিয়ে মৃতদেহ বহন করার কফিন তৈরী করা হয়। ঐ একটা গা ছমছম ব্যাপার। তাছাড়া প্রাচীন কালে এই গাছ প্রচুর ছিল তাই এর নীচে গ্রামের বিচার সভাও হয়তো বসত এবং অপরাধীকে শাস্তি ও এমনকি মৃত্যুদন্ডের আদেশ ও হয়তো দেওয়াহতো। তাই এইরূপ নামাকরণ। তবে ধারনাগুলো সম্পূর্ণ অনুমান নির্ভর। যথোপযুক্ত কোনো প্রমান নেই। উদ্ভিদের নাম= ছাতিম।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply