Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন জনসমর্থনে সামান্য এগিয়ে কমলা, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস




মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন জনসমর্থনে সামান্য এগিয়ে কমলা, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। একাধিক জরিপে ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন কমলা হ্যারিস। কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

দুই সপ্তাহ পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। পুরো বিশ্বের চোখ এ নির্বাচনের দিকে। কে হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। চুলচেরা বিশ্লেষণের পাশাপাশি চলছে নানা প্রতিষ্ঠানের জরিপ। সবশেষ জরিপে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে মাত্র সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের জনসমর্থন জরিপগুলোর গড় হিসাবে মিলেছে এ তথ্য। ইমারসন কলেজের এক জরিপে দেখা গেছে, ট্রাম্পের চেয়ে কমলা ১ পয়েন্টে এগিয়ে। কমলার সমর্থন ৪৯ শতাংশ আর ট্রাম্পের ৪৮ শতাংশ। ট্রাম্প সমর্থিত ফক্স নিউজের তথ্যে, কমলায় চেয়ে ট্রাম্প ২ পয়েন্টে এগিয়ে। সাবেক মার্কিন প্রেসিডেন্টের সমর্থন ৫০ শতাংশ আর কমলার ৪৮। আর ইকোনমিস্ট ও ইউগভের জরিপে কমলা ৪ পয়েন্টে এগিয়ে। আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে নির্বাচন / সুইং স্টেটস কী, কেন গুরুত্বপূর্ণ এবিসি নিউজের তথ্য বলছে, বর্তমানে কমলার সমর্থন ৪৮ শতাংশ আর ট্রাম্পের ৪৬ শতাংশ। আবার এনবিসির সমীক্ষায় দুই প্রার্থীর ৪৮ শতাংশ করে সমান সমান জনসমর্থন রয়েছে। অন্য বেশ কয়েকটি জরিপে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সাতটি দোদুল্যমান অঙ্গরাজ্যে কে কত ভালো করবেন তার ওপর নির্ভর করবে ভোটের ফলাফল। এমন মত বিশ্লেষকদের। এ সাত অঙ্গরাজ্যের মধ্যে মিশিগান, উইসকনসিন ও নেভাদায় ১ পয়েন্টে এগিয়ে কমলা। অন্যদিকে পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলাইনায় ১ পয়েন্টে এগিয়ে ট্রাম্প। জর্জিয়া ও অ্যারিজোনাতেও ২ পয়েন্টে এগিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট। এদিকে নির্বাচনে ভোটারদের আকৃষ্ট করতে অভিনব প্রচারণা চালাচ্ছে ডেমোক্র্যাট ও রিপাবলিকান শিবির। সোমবার (২১ অক্টোবর) ডোনাল্ড ট্রাম্প দোদুল্যমান অঙ্গরাজ্য নর্থ ক্যারোলাইনার একাধিক স্থানে এবং রানিং মেট জেডি ভ্যান্স উইসকনসিনে প্রচারণা চালিয়েছেন। আরও পড়ুন: ট্রাম্পের প্রচারণায় প্রতিদিন ১০ লাখ ডলার ‘পুরস্কার’ দেবেন ইলন মাস্ক এদিন দোদুল্যমান তিনটি অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসকে সঙ্গে নিয়ে তার প্রচারণায় অংশ নেন সাবেক রিপাবলিকান কংগ্রেস ওমেন লিজ চেনি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর পনের দিন। চলছে বিরামহীন প্রচারণা। অভিনব প্রচারণা এবং বিভিন্ন অঙ্গনের তারকাদের দলে ভিরিয়ে এখন ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply