Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » লেবানন সীমান্তে আরেক ইসরাইলি সেনা নিহত




লেবানন সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে আরেক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। লেবাননে অভিযান শুরুর পর এটা ইসরাইলের দ্বিতীয় সেনার মৃত্যু। সপ্তাহব্যাপী বিমান হামলার পর মঙ্গলবার (১ অক্টোবর) লেবাননে স্থল অভিযান শুরু করে ইসরাইলি সেনাবাহিনী। ছবি: সংগৃহীত সোমবার (৭ অক্টোবর) এই ঘোষণা দিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। খবর আলজাজিরার। ওই সেনার মৃত্যুর বিষয়টি ঘোষণা করে সামরিক বাহিনী জানিয়েছে, নিহত সেনার পরিবারকে জানানো হয়েছে। এর আগে ইসরাইলি সামরিক বাহিনী বলেছিল, ২৫ বছর বয়সি একজন রিজার্ভ সেনা সীমান্তে যুদ্ধে নিহত হয়েছে। আর অন্য দু'জন গুরুতর আহত হয়েছে। আরও পড়ুন: হিজবুল্লাহকে ‘টার্গেট’ করতে গিয়ে লেবাননে ইসরাইলের ৮ সেনা নিহত গাজা যুদ্ধের শুরু থেকেই ইসরাইল-হিজবুল্লাহ সংঘাত চলছিল। তবে গত ২৩ সেপ্টেম্বর লেবাননে বড় আকারে বিমান হামলা শুরু করে ইসরাইল। এতে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহসহ বেশ কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হন। এরপর গত মঙ্গলবার (১ অক্টোবর) স্থল অভিযান শুরুর ঘোষণা দেয় ইসরাইলি বাহিনী। সোমবার ইসরাইলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় ফের রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, লেবানন থেকে ছোড়া পাঁচটি রকেট পর্যটন নগরী হাইফায় আঘাত হেনেছে। এতে একটি রেস্তোরাঁ, একটি বাড়ি এবং একটি প্রধান সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিধ্বস্ত হয়ে গেছে ওইসব স্থাপনা। আরও পড়ুন: লেবাননে অভিযানে গিয়ে প্রাণ গেল ইসরাইলি সেনার সেনাবাহিনী আরও বলেছে, ১৫টি রকেট শনাক্ত করার পর অন্য এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। তাদের মধ্যে কিছু আটকানো সম্ভব হয়েছে। বাকিগুলো ভূমিতে আঘাত হানে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply