Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » অঘটনময় চ্যাম্পিয়ন্স লিগের রাতে রেকর্ডের ফুলঝুরি




উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অন্যরকম এক রাত দেখলো ফুটবলভক্তরা। বুধবার (২ অক্টোবর) দিবাগত রাতে আসরের একাধিক ম্যাচ অনুষ্ঠিত হয়। বড় দলগুলোর পরাজয় আর অপরাজিত থাকার যে রেকর্ড, সেগুলো অবসানের পাশাপাশি ইতিবাচক কিছু রেকর্ডও উঁকি দেয় এই ম্যাচডে শেষে। বুধবার রাতের খেলায় লিলের কাছে হেরে গেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। টানা ৩৬ ম্যাচ সব ধরনের প্রতিযোগিতায় রিয়াল মাদ্রিদ ছিল অপরাজিত। তাদেরকেই ১-০ গোলে হারের স্বাদ দিল ফ্রেঞ্চ লিগের দল লিল। দিনের হিসেবে ২৫৮ দিন পর হেরেছে লস ব্লাঙ্কোসরা। অপরদিকে হেরেছে চ্যাম্পিয়ন্স লিগের আরেক জায়ান্ট বায়ার্ন মিউনিখও। । চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বে ৪১ ম্যাচ পর হারল তারা। তাদের প্রতিপক্ষ অ্যাস্টন ভিলার কোচ ছিলেন উনাই এমেরি। কাকতালীয়ভাবে বায়ার্নের সবশেষ চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বের হারের ম্যাচেও কোচ ছিলেন এই স্প্যানিশ। গত রাতে হেরেছে আরেক বড় দল অ্যাটলেতিকো মাদ্রিদও। স্প্যানিশ ক্লাবটিকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে পর্তুগিজ ক্লাব বেনফিকা। এদিকে বড় দলগুলোর অঘটনের রাতে জয় পেয়েছে লিভারপুল। নিজের মাঠ অ্যানফিল্ডে ইউরোপিয়ান প্রতিযোগিতায় টানা পাঁচ ম্যাচে গোল করার কীর্তি গড়েছেন সালাহ। চ্যাম্পিয়ন্স লিগে আফ্রিকা মহাদেশের কোনো খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ গোলের রেকর্ডও গড়েছেন তিনি। টপকে গেছেন ৪৪ গোল করা আইভরি কোস্টের দিদিয়ের দ্রগবাকে। সালাহর সামনে নিজের রেকর্ড বাড়াবার সুযোগ আছে। ইংলিশ ক্লাবের মধ্যে চ্যাম্পিয়নস লিগে টানা হোম ম্যাচে সর্বোচ্চ ৭ গোল আছে আর্সেনালের থিয়েরি অঁরির, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৬ ম্যাচে গোল আছে রুড ফন নিস্টলরয়ের। ৫ গোল করা সালাহ এগুতে পারেন কি না তাই বড় প্রশ্ন। লিভারপুলে নিজের প্রথম ৯ ম্যাচের ৮টিতেই জয় পেয়েছেন আর্নে। ক্লাবের ১৩২ বছরের ইতিহাসে এরচেয়ে ভাল শুরু পাননি আর কেউই। এটিও একটি নতুন রেকর্ড






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply