নবাগত জেলা পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
নবাগত জেলা পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা ।
মেহেরপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা পুলিশ সুপার মাকসুদা আকতার খানম।
৩ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলা পুলিশের উদ্যেগে মতবিনিময় সভার আয়োজন করা হয় উক্ত
মত বিনিময় সভায় জেলা পুলিশ সুপার মাকসুদা আখতার খানম মেহেরপুর জেলার সমসাময়িক আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা করেন,জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সময় বক্তব্য রাখেন মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ ফজলুল হক মন্টু, অ্যাডভোকেট তুহিন অরণ্য, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম,সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, গাংনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ওয়ালডাম, মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান ,মুজিবনগর খবর ডট কমের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাসান সুমন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় নবাগত জেলা পুলিশ সুপার
মেহেরপুরের সাংবাদিকদের সমসাময়িক বিষয়ে আলোচনার প্রেক্ষিতে নবাগত পুলিশ সুপার মাকসুদা আকতার খানম বলেন মেহেরপুর কে সুন্দর করে গড়ে তোলার জন্য সাংবাদিকদের ভুমিকা সহ সহযোগিতা কাম্য করেন। তিনি আরো বলেন, সবে মাত্র আমি এসেছি মেহেরপুর সম্পর্কে বুঝতে আমার একটু সময় লাগবে। তার পাশাপাশি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, কোন তথ্য থাকলে তা সহযোগিতা করার জন্য আহ্বান জানান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, আব্দুল করিম, ট্রাফিক ইন্সপেকটর ইসমাইল হোসেন এসো আলো উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম সাইফুল ইসলাম, রাফিউল খান রাফি, তুহিন নীরব, ইসমাইল হোসেন,সহ পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
No comments: