শেখ হাসিনার অবস্থান সম্পর্কে নিশ্চিত নয় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
দিল্লি-আরব আমিরাতে খোঁজ নিয়েও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান সম্পর্কে সরকার নিশ্চিত হতে পারেনি— এ কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তৌহিদ হোসেন বলেন, আনুষ্ঠানিকভাবে দিল্লি থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। নিশ্চিত হওয়া যায়নি আরব আমিরাত থেকেও।
তৌহিদ হোসেন জানিয়েছেন, ভারতে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশে ফিরতে চাইলে তাদের ট্রাভেল পাস ইস্যু করবে বাংলাদেশ দূতাবাস। তবে মামলার আইনগত প্রক্রিয়ায় আদালতের নির্দেশনা পেলে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হবে।
এ সময় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ডিসেম্বরের মধ্যে ২০ হাজার বাংলাদেশিকে ভিসা দেয়ার চেষ্টা করবে ইতালি দূতাবাস।
Tag: world
No comments: