Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারিয়ে গ্রিসের ইতিহাস




জুড বেলিংহ্যাম ও ফিল ফোডেন,কোল পালমার ও বুকায়ো শাকাদের মতো তারকাসমৃদ্ধ ইংল্যান্ড দলকে দেখে মনে হতে পারে আজ আক্রমণের ঝড়ই উঠতে যাচ্ছে। লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামের ইংলিশ সমর্থকরাও হয়তো দেখবেন গোল উৎসব। তবে মাঠের চিত্রটি ‘ইংলিশ মিডিয়া নয়’ তা আরও একবার প্রমাণ পাওয়া গেলো। উয়েফা নেশন্স লিগে পাভলিদিসের জোড়া গোলে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে গ্রিস। ফলে প্রথমবারের মতো থ্রি লায়ন্সদের বিপক্ষে জয় পেয়েছে তারা। বৃহস্পতিবার (১০ অক্টোবর) ওয়েম্বলি স্টেডিয়ামে গ্রিসকে আতিথ্য দেয় ইংল্যান্ড। আক্রমাণত্মক লাইন আপ নিয়ে নামলেও পরিসংখ্যান বলছে গ্রীস গোলরক্ষককে সেভাবে কোন পরিক্ষায় ফেলতে পারেনি ইংল্যান্ড। হ্যারি কেইনের শূন্যতা পূরণ করতে পারেননি শাক বেলিংহ্যামরা।পুরো ম্যাচে ১২ টি শট নিলেও ইংলিশরা গোলমুখে শট রাখতে পেরেছে কেবল দুইটি। গোলশূন্য প্রথমার্ধের পর ৪৯তম মিনিটে গ্রিসকে এদিন এগিয়ে নেন পাভলিদিস। ৮৭তম মিনিটে জুড বেলিংহ্যামের গোলে সমতা টেনে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার সম্ভাবনা জাগায় ইংল্যান্ড, কিন্তু শেষ রক্ষা হয়নি। পাঁচ মিনিট যোগ করা সময়ের চতুর্থ মিনিটের খেলা চলছিল তখন। ইংল্যান্ডের বক্সে জটলার ভেতর থেকে হঠাৎ দ্বিতীয়বার জাল খুঁজে নেন পাভলিদিস। ফলে শেষ মুহূর্তে এসে হেরে যায় ইংল্যান্ড। চোটের কারণে অধিনায়ক হ্যারি কেইনকে এই ম্যাচে পায়নি ইংল্যান্ড। নেশন্স লিগে প্রথম দুই ম্যাচেই ২-০ গোলে জয়ের পর প্রথম হারের তেতো স্বাদ পেল থ্রি লায়ন্সরা। তিন ম্যাচের সবগুলো জিতে ৯ পয়েন্ট নিয়ে ‘বি’ লিগের দুই নম্বর গ্রুপের শীর্ষে আছে গ্রিস। ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ইংল্যান্ড। ৩ পয়েন্ট নিয়ে তিনে আছে রিপাবলিক অব আয়ারল্যান্ড। ফিনল্যান্ড এখনও পয়েন্ট পায়নি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply