ইসরাইলি হামলা বৈরুতের আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে ভয়াবহ বিস্ফোরণ
লেবাননে নতুন করে ইসরাইলি বিমান হামলার মধ্যেই বৈরুতের আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
ইসরাইলি হামলায় বৈরুতের আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে বড় ধরনের বিস্ফোরণ হয়েছে। ছবি: রয়টার্স
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরাইলি হামলার রাতে হঠাৎ বড় বিস্ফোরণ হয়। এর লক্ষ্য স্পষ্ট নয়। তবে ওই বিমানবন্দরটি দাহেহ এলাকার সীমানায়, যেখানে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি রয়েছে।
লেবাননের সেনাবাহিনী বলেছে, দেশটির দক্ষিণে তাদের দুই সেনা নিহত হয়েছে। ইসরাইলি বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের আগ্রাসন চালিয়ে যাচ্ছে। আরও ২০টি শহর ও গ্রাম খালি করার নির্দেশ দেয়া হয়েছে।
আরও পড়ুন: ‘ঘনিষ্ঠ মিত্র’ যুক্তরাষ্ট্রের নাগরিককেও ছাড়ল না ইসরাইল!
ইসরাইলি সামরিক বাহিনী এ হামলা নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি। তবে তাদের পক্ষে জানানো হয়েছে, সেনারা সীমান্তের কাছে হিজবুল্লাহ যোদ্ধাদের হত্যা করেছে। অন্যদিকে হিজবুল্লাহ বলছে, তারা সীমান্তের উভয় পাশে ইসরাইলি সেনাদের লক্ষ্যবস্তু করেছে।
এর আগে, স্থল অভিযান শুরুর তৃতীয় দিনে বৃহস্পতিবার (৩ অক্টোবর) মাত্র কয়েক ঘণ্টার মধ্যে লেবাননে দুটি বড় হামলা হয়।
এছাড়া বুধবার রাতেও, রাজধানী বৈরুতে বিমান হামলা চালায় দখলদার বাহিনী। বৈরুতের প্রাণকেন্দ্রর একটি বেসামরিক ভবন গুড়িয়ে দেয়া হয়। আল জাজিরা বলছে, ভবনটি হিজবুল্লাহর স্বাস্থ্যকেন্দ্র ছিল। ওই হামলায় নিহত হন বেশ কয়েকজন। এদের মধ্যে মার্কিন নাগরিকও রয়েছেন।
আরও পড়ুন: ইসরাইলি হামলা /লেবাননে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
এদিকে, চলমান সংঘাতের মধ্যেই নিজ নাগরিকদের সরিয়ে নিচ্ছে বিভিন্ন দেশ। এরইমধ্যে বিশেষ ফ্লাইটের মাধ্যমে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও স্পেনসহ বিভিন্ন দেশ তাদের নাগরিকদের সরিয়ে নিয়েছে। প্রাণে বাঁচতে প্রতিবেশী দেশে আশ্রয় নিচ্ছে লেবাননের সাধারণ মানুষ।
সূত্র: বিবিসি
No comments: