ইসরাইলে আবার হামলা হলে জবাব দেবে ‘মার্কিন সেনাবাহিনী’
ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ঘটনার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। সেইসঙ্গে ইরান আবার কোনো ধরনের হামলা চালালে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সেই হামলার সমুচিত জবাব দেবে বলেও মন্তব্য করেন তিনি।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। ছবি: রয়টার্স
মঙ্গলবার (১ অক্টোবর) রাতে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার পর বুধবার সকালে এক বিবৃতিতে লয়েড অস্টিন বলেন, ‘আমরা ইরানের ভয়াবহ এ আগ্রাসী হামলার নিন্দা জানাচ্ছি এবং ইরান এবং তার সমর্থনপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে ইসরাইলে আর কোনো হামলা চালানো থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’
তিনি বলেন, ‘একই সঙ্গে স্পষ্টভাবে বলতে চাই যে, মধ্যপ্রাচ্যে আমাদের সেনাঘাঁটি, ইসরাইল এবং ওই অঞ্চলে আমাদের মিত্র ও অংশীদারদের লক্ষ্য করে যদি পরবর্তীতে কোনো ধরনের হামলা চালানো হয়, তাহলে আমরা ইসরাইল ও আমাদের মধ্যপ্রাচ্যের মিত্রদের পাশে থাকব এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সেই হামলার সমুচিত জবাব দেবে।’
আরও পড়ুন: ইসরাইলের ‘সমস্ত অবকাঠামোতে’ হামলার হুঁশিয়ারি ইরানের
এদিকে, ইরানের হামলার পর কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিজস্ব নিরাপত্তা পরিষদের এক বৈঠকে তিনি বলেন, ‘তেহরান তেল আবিবে হামলা চালিয়ে বড় ভুল করেছে। তাদেরকে এর মূল্য দিতে হবে।’
গাজার পর লেবাননে সামরিক আগ্রাসনের জবাবে মঙ্গলবার (১ অক্টোবর) রাতে ইসরাইলের ভূখণ্ডে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এ হামলার লক্ষ্যবস্তু ইসরাইলের রাজধানী তেল আবিবের তিনটি সামরিক ঘাঁটি ছিল বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
আরও পড়ুন:ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসা হামাসের
ইসরাইল সরকার জানায়, মঙ্গলবারের (১ অক্টোবর) হামলায় ইরান ১৮০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে কিছু ‘হাইপারসনিক ফাত্তাহ’ ক্ষেপণাস্ত্রও ছিল, যেগুলোর সর্বোচ্চ গতি ঘণ্টায় ১০ হাজার মাইল বলে ধারণা করা হচ্ছে।
No comments: