ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩৬ মাওবাদী যোদ্ধা নিহত
ভারতের ছত্তিশগড় রাজ্যে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩৬ মাওবাদী যোদ্ধা নিহত হয়েছে। এছাড়া বেশ কিছু অ্যাসল্ট রাইফেল ও অন্যান্য অস্ত্র উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। খবর এনডিটিভির।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) মাওবাদীবিরোধী অভিযান শুরু করে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) ও স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)। ছবি: সংগৃহীত
বৃ
প্রতিবেদন মতে, বৃহস্পতিবার (৩ অক্টোবর) মাওবাদীবিরোধী অভিযান শুরু করে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) ও স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় নেন্দুর-থুলথুলির কাছে জঙ্গলের মধ্যে মাওবাদী যোদ্ধা ও নিরাপত্তা বাহিনীর মুখোমুখি লড়াই শুরু হয়।
এ সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩৬ মাওবাদী যোদ্ধা নিহত হয় এবং কিছু গভীর বনের মধ্যে পালিয়ে যায়। চরম সতর্কতা অবলম্বন করে তাদের খোঁজ পিছু নিয়েছে নিরাপত্তা বাহিনী।
আরও পড়ুন: পাকিস্তান যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
ছত্তিশগড়ে মাওবাদী বিদ্রোহীদের বিরুদ্ধে এই অভিযানকে নিরাপত্তা বাহিনীর জন্য সবচেয়ে বড় একটি সাফল্য বলে মনে করা হচ্ছে। নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়ে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও বলেছেন, এটি একটি বড় অভিযান।
তিনি আরও বলেন, ‘নকশালবাদ তার শেষ নিঃশ্বাস নিচ্ছে...রাজ্য থেকে নকশালবাদ অবশ্যই নির্মূল হতে চলেছে...কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিষয়ে নয় মাসে দুবার রাজ্য সফর করেছেন এবং তিনি ২০২৬ সালের মার্চের মধ্যে নকশালবাদের অবসান ঘটাতে সংকল্প করেছেন।
No comments: