Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ৩৬ বছর পর ভারতের মাটিতে টেস্ট জিতলো নিউজিল্যান্ড




৩৬ বছর পর ভারতের মাটিতে টেস্ট জিতলো নিউজিল্যান্ড বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভারত ৪৬ রানে অলআউট হওয়ার পর ক্রিকেটপ্রেমীদের অনেকেই ধরে নিয়েছিলেন এই ম্যাচে হারতে চলেছে রোহিত শর্মার দল। অল্পতেই স্বাগতিকদের আটকানোর পর কিউইরা পেয়েছিল ৩৫৬ রানের বিশাল লিড। তবে দ্বিতীয় ইনিংসে ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছিলেন রোহিত-কোহলিরা। রোহিত-কোহলির পঞ্চাশ

োর্ধ রানের ইনিংসের পর সরফরাজ খানের ১৫০ রানের স্মরণীয় এক ইনিংস আর রিশব পন্তের ৯৯ রানের সুবাদে লিডের দেখাও পেয়েছিল ভারত। তবে সংগ্রহ খুব বেশি এগিয়ে নিতে পারেনি দলটি, ৪৬২ রানে অল আউট হলে সফরকারীদের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ১০৭ রানের। ভারতের দেয়া এই লক্ষ্যে ব্যাট করতে নেমে গতকাল রানের খাতা খুলতে পারেনি নিউজিল্যান্ড। আজ শেষ দিনে ভেজা মাঠের কারণে কিছুটা দেরিতে শুরু হয় ম্যাচ, এরপর দুই ওপেনার সাজঘরে ফিরলেও জয়ের দেখা পেতে বেগ পেতে হয়নি কিউইদের। উইল ইয়াং-রাচীন রবীন্দ্রের ৭৫ রানের জুটির সুবাদে ৮ উইকেটের দুর্দান্ত এক জয় পেয়েছে সফরকারীরা। Google News গুগল নিউজে ভোরের কাগজের খবর পড়তে ফলো করুন নিউজিল্যান্ড-ভারতের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ১৯৫৫ সালে। এরপর গত ৬৯ বছরে সাদা পোশাকে ভারতের মাটিতে কিউইরা জয় পেয়েছে কেবল দুই ম্যাচে। এই দুই জয়ের সবশেষটি এসেছে ৩৬ বছর আগে, ১৯৮৮ সালে। এরপর ভারতের মাটিতে ১৯টি ম্যাচ খেললেও কোনোটিতেই জয়ের দেখা পায়নি ব্ল্যাকক্যাপসরা। ৩৬ বছর পর ব্যাঙ্গালুরুতে এসে ফের ভারতের মাটিতে জিতল নিউজিল্যান্ড। ভারতের মাটিতে সাদা পোশাকে নিউজিল্যান্ড প্রথম জিতেছিল ১৯৬৯ সালে, নাগপুরে। ৩ যুগ পর ফের ভারতকে হারানোর ম্যাচে কিউইদের হয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন রাচীন রবীন্দ্র। প্রথম ইনিংসে তিনি খেলেছিলেন ১৩৪ রানের অসাধারণ এক ইনিংস। তাঁর আগ্রাসী মেজাজে করা সেই সেঞ্চুরির সুবাদেই প্রথম ইনিংসে লিড বাড়িয়ে নিতে পেরেছিল কিউইরা। দ্বিতীয় ইনিংসেও দলকে জেতাতে ব্যাট হাতে দারুণ খেলেছেন তিনি। আজ শেষদিনের খেলা শুরুর পর বল হাতে বেশ ভালো করছিলেন ভারতীয় পেসাররা। মোহাম্মদ সিরাজ-জস্প্রীত বুমরাদের সামলাতে বেশ বেগ পেতে হচ্ছিল কিউই ওপেনারদের। অধিনায়ক টম ল্যাথাম তো ফিরে যান রানের খাতা খোলার আগেই, বুমরার বলে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে ব্যক্তিগত ০ রানে ফিরেন তিনি। এরপর ইয়াংকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেছেন আরেক ওপেনার ডেভন কনওয়ে। ইয়াং-কনওয়ে জুটি স্কোরবোর্ডে তুলে আরও ৩৫ রান। তবে কনওয়েকে ইনিংস বড় করতে দেননি বুমরা, তাকেও লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেও আউট করেন ভারতীয় এই পেসার। তবে ৩৫ রানে দুই ওপেনারকে হারালেও কিউইদের জয়ের পথ দেখিয়েছে ইয়াং-রবীন্দ্র জুটি। দুজন মিলে ভারতীয় বোলারদের সামলে ৭৫ রানের অপরাজিত জুটি গড়ে সহজেই জয় তুলে নিয়েছেন। ইয়াং ও রবীন্দ্র অপরাজিত ছিলেন যথাক্রমে ৪৮ এবং ৩৯ রানে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply