অপকর্মে জড়িতদের বেশিরভাগই অভিবাসী: ট্রাম্প
যুক্তরাষ্ট্রে নানা অপকর্মে জড়িতদের বেশিরভাগই অভিবাসী বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া, অভিবাসীদের বংশ-পরিচয় নিয়েও কটাক্ষ করেছেন তিনি।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
নির্বাচনী প্রচারণায় দেয়া এক বক্তব্যে একথা বলেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান এ প্রার্থী।
ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে অভিবাসীদের বেশিরভাগই বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। এছাড়া, এসব অভিবাসীর বংশ-পরিচয় নিয়েও প্রশ্ন তোলেন সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট।
এদিকে, মার্কিন গণমাধ্যম সিবিএস-এর বিশেষ অনুষ্ঠান 'সিক্সটি মিনিটিস'-এ সম্প্রতি একটি সাক্ষাৎকার দেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস। এ সময় যুক্তরাষ্ট্রে অভিবাসী অনুপ্রবেশ ঠেকাতে বাইডেন ও কমলা কেন ব্যর্থ হলো, সাংবাদিকের এমন কড়া প্রশ্ন এড়িয়ে যান তিনি। অভিবাসীদের অনুপ্রবেশ যুক্তরাষ্ট্রের অনেক পুরানো সমস্যা বলে উল্লেখ করেন তিনি। তবে এ সমস্যা সমাধানের পরিকল্পনা ডেমোক্র্যাটদের আছে বলেও আশ্বাস দেন তিনি।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র এখন হাসির পাত্র: ট্রাম্প
এ সাক্ষাৎকারে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প অংশ নিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে ট্রাম্পের কড়া সমালোচনা করে কমলা বলেন, ট্রাম্প শুধু নিজের কথা বলতে চান, অন্য কারো কথা শুনতে চান না। এছাড়া, অভিবাসী-অনুপ্রবেশের ব্যর্থতার দায় রিপাবলিকানদেরও আছে বলে মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে বললেন ট্রাম্প
এছাড়াও, কমলা তার সাক্ষাৎকারে সাফ জানিয়ে দেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে ইউক্রেনকে ছাড়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসবেন না তিনি। ইউক্রেনের ভবিষ্যতের সিদ্ধান্ত ইউক্রেনকেই নিতে হবে বলে মন্তব্য করেন কমলা। ট্রাম্পের কাছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের সমাপ্তি মানেই কিয়েভের আত্মসমর্পণ বলেও জানান তিনি। দেশটিকে ন্যাটোর সদস্যপদ দেয়া হবে কিনা -- এ প্রশ্নের উত্তরে কমলা বলেন, যখন রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষাব্যবস্থা ব্যর্থ হবে, তখনই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
No comments: