কমলাকে ‘খুবই কম বুদ্ধিসম্পন্ন মানুষ’ বললেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় যত এগিয়ে আসছে ততই জমে উঠছে প্রচার-প্রচারণা। নির্বাচন পরবর্তী রাষ্ট্র পরিচালনা নিয়ে আলোচনার বদলে পরস্পরের সমালোচনা করেই বেশি ব্যস্ত সময় পার করছেন প্রধান দুই প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প।
নিউইয়র্কের ঐতিহাসিক মেডিসন স্কয়ার গার্ডেনে সমাবেশ করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
২ মিনিটে পড়ুন
রোববার (২৭ অক্টোবর) নিউইয়র্কের ঐতিহাসিক মেডিসন স্কয়ার গার্ডেনে সমাবেশ করেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রতিন্দ্বন্দ্বী রিপাবলিকান দলীয় প্রার্থী কমলা হ্যারিসের কঠোর সমালোচনার পাশাপাশি ট্রাম্প বলেন, আগামী নির্বাচনে জয়ের খুব কাছাকাছি রয়েছেন তিনি।
সমাবেশের শুরুতে ট্রাম্পের মিত্ররা বেশ কিছু অশ্লীল ও বর্ণবাদী মন্তব্য করেন। বক্তব্যের শুরুতে ট্রাম্প সমবেত জনতার উদ্দেশে প্রশ্ন করেন, ‘চার বছর আগের চেয়ে কি এখন আপনারা ভালো আছেন?’ এ সময় জনতা সমস্বরে বলে ওঠে, ‘না’।
এসময় অভিবাসীদের একাধিকবার ‘ভয়াবহ ও রক্তপিপাসু অপরাধী’ বলে কটাক্ষ করেন ট্রাম্প। অবৈধ অভিবাসন বন্ধ ও অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেয়া নিয়ে তার পরিকল্পনার কথা বলেছেন তিনি উপস্থিত জনতাকে।
আরও পড়ুন: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন / পুরুষ বনাম নারী ভোটার কী প্রভাব ফেলবে?
ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট হলে প্রথম দিনই আমি মার্কিন ইতিহাসের বৃহত্তম ‘ডিপোর্টেশন প্রোগ্রাম’ চালু করব। এছাড়া, প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে ‘খুবই কম বুদ্ধিসম্পন্ন মানুষ’ বলে উপহাস করেন সাবেক প্রেসিডেন্ট।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন আলোচিত মার্কিন ধনকুবের ইলন মাস্ক। সমবেশে ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী জিউলিয়ানি বলেন, ইসরাইল-ফিলিস্তিন ইস্যুতে ‘সন্ত্রাসীদের’ পক্ষে আছেন কমলা হ্যারিস। কমলা হ্যারিস ফিলিস্তিনিদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসতে চেয়েছেন বলে অভিযোগ করেন তিনি। যদিও তার এই অভিযোগের স্বপক্ষে কোনো প্রমাণ তিনি দেননি।
আরও পড়ুন: প্রেসিডেন্ট থাকাকালে যে ‘বড় ভুল’ করেছিলেন ট্রাম্প
এদিকে, দোদুল্যমান অঙ্গরাজ্য পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ায় নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কমলা হ্যারিস। আগামী নির্বাচনে জয়ের জন্য তরুণ ভোটারদের সমর্থন চান তিনি।
No comments: