ম্যাকডোনাল্ডসে গিয়ে সমর্থকদের ফ্রেঞ্চ ফ্রাই ভেজে খাওয়ালেন ট্রাম্প
ভোটারদের মন জয় করতে সমর্থকদের ফ্রেঞ্চ ফ্রাই ভেজে খাইয়েছেন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
ভক্ত ও সমর্থকদের নিজের হাতে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে খাওয়ালেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
১ মিনিটে পড়ুন
মার্কিনিদের কাছে ম্যাকডোনালল্ডস বেশ জনপ্রিয়। যদিও গাজা যুদ্ধে ইসরাইলের প্রতি সমর্থন দেয়ায় সেই জনপ্রিয়তা বেশ ভাটা পড়েছে। ম্যাকডোনাল্ডসের খাবারের অন্যতম পদ ফ্রেঞ্চ ফ্রাই। প্রেসিডেন্ট নির্বাচনের মধ্যে ভক্ত ও সমর্থকদের নিজের হাতে সেই ফ্রেঞ্চ ফ্রাই ভেজে খাওয়ালেন ট্রাম্প।
প্রতিবেদন মতে, রোববার (২০ অক্টোবর) পেনসিলভেনিয়া রাজ্যের ফিলাডেলফিয়ায় ম্যাকডোনাল্ডসের একটি রেস্তোরাঁয় যান। এরপর তিনি নিজের পরনের স্যুট খুলে ফেলেন। এরপর কালো-হলুদ অ্যাপ্রোন পরে নিজেই ফ্রেঞ্চ ফ্রাই ভাজেন।
আরও পড়ুন: কমলার জন্মদিনে ট্রাম্পের শুভেচ্ছা
রেস্তোরাঁর বাইরে রাস্তার উল্টো পাশে তখন হাজারো ভক্ত-সমর্থকের ভিড় লেগে গেছে। ফ্রেঞ্চ ফ্রাই ভাজার পর তা রেস্তোরাঁর জানালা দিয়ে মুখ গলিয়ে সমর্থকদের হাতে তুলে দেন ট্রাম্প। এরপর তিনি বলেন, ‘এ কাজটা আমার খুব পছন্দ হয়েছে। আমি এখানে খুব মজা করেছি।’
এরপর ট্রাম্প বলেন, নির্বাচনের সপ্তাহ দুয়েক আগে কমলার প্রচারে একটা ঝাঁকুনি দেয়ার জন্য তিনি ম্যাকডোনাল্ডসে এসেছেন। এর আগে কমলা বলেছিলেন, ছাত্রজীবনে ক্যালিফোর্নিয়ায় ম্যাকডোনাল্ডসে কাজ করেছিলেন তিনি। তবে ট্রাম্প এমন দাবিকে ‘মিথ্যা’ বলে উড়িয়ে দেন।
No comments: