Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » গাংনী উপজেলার শানঘাট গ্রামে জমি নিয়ে দ্বন্দ্বে স্কুল শিক্ষিকাসহ ২ নারীকে কুপিয়ে হত্যা




মেহেরপুরে শরিকানা জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে ২ জন নারীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহতরা হলেন-জেলার গাংনী উপজেলার শানঘাট গ্রামের জাহিদ হােসেনের স্ত্রী স্কুল শিক্ষিকা আসমাইল হােসেন জাকিয়া ওরফে ইলমা (৪৫) ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বােয়ালমারী গ্রামের হাফিজ উদ্দীনের স্ত্রী ৩ সন্তানের জননী জােসনা খাতুন (৫০)। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে মেহেরপুরের গাংনীর শানঘাট গ্রামের দাড়িপাড়ায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,শানঘাট গ্রামের মৃত আজিত ফরাজির ছেলে ওহিদুল ইসলাম ও তার মেজাে ভাই জাহিদুর রহমান এবং তাদের বােন জােসনা খাতুনের সাথে শরিকানা জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে মামলা চলছিল। শনিবার সকালের দিকে মামলা চলমান জমির পুকুরে জাহিদুুর রহমান তার স্ত্রী জােসনা ও জাহিদুরের বােন জােসনা পােনা মাছ ছাড়ছিলেন। এসময় ওহিদুল ইসলাম মহিবুল দেশীয় অস্ত্র দিয়ে ইলমা ও জােসনা, জাহিদুর ও শামীমাকে কােপাতে থাকে। এসময় ঘটনাস্থলেই ইলমা ও জােসনা নিহত হন। এসময় স্থানীয়রা আহত জাহিদ,শামীমাকে প্রথমে হাসপাতালে নেয়। তাদের অবস্থা আশঙ্কাজনক। এদিকে খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও গাংনী থানার ওসি তাজুল ইসলাম। ওসি তাজুল ইসলাম জানান, লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে।হত্যাকারীদের আটকে পুলিশ তৎপরতা শুরু হয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply