কমলা–ট্রাম্পের বিতর্ক করমর্দনে শুরু
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের সরাসরি বিতর্ক শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায়) মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজ এ বিতর্কের আয়োজন করে। ফিলাডেলফিয়ায় হচ্ছে এ বিতর্ক।
এটি ট্রাম্পের দ্বিতীয় বিতর্ক। আর কমলার প্রথম। তবে দুজনের এক সাথে প্রথম। কারণ এর আগে জুনে জো বাইডেনের সঙ্গে ট্রাম্পের প্রথম বিতর্ক হয়।
বিতর্কের শুরুতে করমর্দন করেন ট্রাম্প ও হ্যারিস। এ বিতর্কের অন্যতম বিষয় অর্থনীতি দিয়েই বক্তব্য শুরু করেন কমলা। এরপরেই ট্রাম্পই একই পথে হাঁটেন।
যুক্তরাষ্ট্রকে ‘সব পেয়েছির দেশ’ বলে থাকেন অনেকে। সেই দেশে এখনও কোনও নারী প্রেসিডেন্ট হতে পারেননি। এবার ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ে জিতলে ইতিহাস গড়বেন কমলা হ্যারিস। দেশটির ইতিহাসে প্রথমবার কোনোও নারী প্রেসিডেন্টের পদে বসবেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্টও তিনিই। এবার প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস গড়তে পারেন কি না অপেক্ষা ৫ নভেম্বর পর্যন্ত।
No comments: