স্কুলের ‘মঙ্গলের’ আশায় ছাত্রকে ‘বলি’!
ভারতের উত্তরপ্রদেশের একটি স্কুলের কল্যাণের জন্য দ্বিতীয় শ্রেণির এক ছাত্রকে বলি দেয়ার নামে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই স্কুলের পরিচালক, তার বাবা ও তিন শিক্ষকসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
স্কুলছাত্র হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ছবি: সংগৃহীত
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি উত্তরপ্রদেশের হাথরাসের।
পুলিশের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, হাথরাসের রাসগাও এলাকায় ডি এল পাবলিক স্কুলের পরিচালক, তার বাবা এবং তিন শিক্ষক ওই স্কুলের মঙ্গলের জন্য নরবলির পরিকল্পনা করেন। স্কুলের পরিচালকের বাবা ‘কালোজাদুতে বিশ্বাস করতেন।
আরও পড়ুন: হিন্দু সম্প্রদায়ের উৎসবে পানিতে ডুবে ৪৬ জনের মৃত্যু
পুলিশ আরও জানিয়েছে, সেপ্টেম্বর মাসে একাধিকবার স্কুলের হোস্টেল থেকে শিশুকে তুলে এনে বলি দেয়ার চেষ্টা হয়। প্রথমবার বলি দেয়ার চেষ্টা হয় ৬ সেপ্টেম্বর। কিন্তু সেবার যে শিশুটিকে খুনের পরিকল্পনা করা হয়েছিল, সে সতর্ক হয়ে হোস্টেল রুমের অ্যালার্ম বাজিয়ে দেয়। ফলে পরিকল্পনা ব্যর্থ হয়।
২২ সেপ্টেম্বর ফের চেষ্টা করা হয় খুনের। পরদিন সকালে নিজের বিছানায় নিথর দেহ পাওয়া যায় শিশুটির। মৃত শিশুর বাবা জানিয়েছেন, তাকে হোস্টেল থেকে ফোন করে বলা হয়, তাদের সন্তান গুরুতর অসুস্থ। হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। শেষে হাসপাতালে ছুটে গিয়ে শিশুটির বাবা দেখেন অভিযুক্তদের গাড়িতে তার সন্তানের মরদেহ পড়ে আছে।
আরও পড়ুন: মুম্বাই অভিমুখে হাজারো মুসল্লির পদযাত্রা, নেপথ্যে কী?
পুলিশ সূত্রের বরাতে প্রতিবেদনে জানানো হয়, স্কুলের বাইরে একটি টিউবওয়েলের কাছে শিশুটিকে বলি দিতে চেয়েছিলেন অভিযুক্তরা। কিন্তু হোস্টেল থেকে বের করে নিয়ে যাওয়ার সময় সে চিৎকার শুরু করে। বাধ্য হয়ে হোস্টেলের ভেতরেই শ্বাসরোধে হত্যা করা হয়।
স্কুলছাত্রকে হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় স্কুলের তিন শিক্ষক, পরিচালক এবং তার বাবাকে গ্রেফতার করেছে হাথরাস পুলিশ।
Tag: world
No comments: