Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » মেহেরপুরের সাহিত্য:মো: আব্দুল হাকিম




মেহেরপুরের সাহিত্য:মো: আব্দুল হাকিম (মৃত্যু ৫ আগস্ট ২০২১): নাট্যকার, কবি, ব্যাংকার ও সমাজসেবক প্রতীক্ষা মো: আব্দুল হাকিম

হে বৈশাখ-হাঁটি হাঁটি পা-পা করে তোমার উদ্দিপ্ত মনে প্রকৃতির কোলে আরও সতের বছর অগ্রগামী হলে শত বছর পরে বাংলার ঘরে ঘরে। অতীতের যত শোক দুঃখ বেদনা ভুলে মানুষের জীবন চলার পথনির্দেশ দিতে তুমি এসেছো চেতনার শ্বাশত বাণী মুখে নতুন করে। যুগ-যুগান্তর পেরিয়ে তুমি এসো আমাদের মাঝে মনে জাগাও অনেক প্রত্যাশা নতুন করে বাঁচার অঙ্গীকার তোমার শুভাগমনে গুরু গম্ভীর ডঙ্কা বাজিয়ে কাল বৈশাখী নৃত্য করে চৈত্রের ফাটা জমিতে তপ্ত ধরণী শীতল হয় তোমার বিপুল বরিষণে। ধীরে ধীরে সবুজের লতিতে ওঠা প্রকৃতির বুকে কিশলয়ে মাতন জাগে আর মাঠে মাঠে ফসলের গন্ধ ছড়ায়। প্রতি বছর তুমি এসো আমাদের হৃদয় পথ ধরে তোমার হৃদয়ে অনির্বাণ ভালোবাসা যেন আমাদের ব্যথিত মনকে প্রস্ফুটিত করে এবং প্রচ্ছন্ন আলিঙ্গনে কাছে টানে বার-বার। তোমার প্রতীক্ষায় প্রহর গুনবো প্রতিবছর যুগ যুগ ধরে এই বাংলায় হাসি মুখে আমাদের মাঝে তোমার আগমনের প্রতীক্ষায় থাকবো আমরা চিরকাল। মো: আব্দুল হাকিম (মৃত্যু ৫ আগস্ট ২০২১): নাট্যকার,কবি, ব্যাংকার ও সমাজসেবক।আব্দুল হাকিম ৫ আগস্ট ২০২১ বৃহস্পতিবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আব্দুল হাকিম মেহেরপুর শহরের পিয়াদা পাড়ার বাসিন্দা ছিলেন। তিনি মেহেরপুরের ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর এর নাট্য সম্পাদক ছিলেন। তিনি এক ছেলে এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ঢাকার আর্টিস্টিক ইন্টেরিয়র অ্যান্ড ফার্নিচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নাসির উদ্দিন বাবু এবং মেহেরপুর পৌর যুব মহিলা লীগের সভানেত্রী রোকসানা কামাল রুনুর পিতা। আব্দুল হাকিম ১৯৬৪ সালে কলেজ জীবন থেকেই সাহিত্য রচনার সাথে সম্পৃক্ত হন।তার রচিত ২২টি নাটকের মধ্যে ১৬টি নাটক বাংলাদেশ আঞ্চলিক বেতার কেন্দ্র খুলনা, রাজশাহী, ও রংপুর থেকে সম্প্রচার হয়েছে। এ ছাড়াও ফিলিপাইন বেতারে ঈশ্বর নামে নাটিকা প্রচারিত হয়।অন্যদিকে ৯০ দশকের দিকে তার বিভিন্ন সাহিত্যকর্ম পশ্চিমবঙ্গের পত্র পত্রিকায় নিয়মিত প্রকাশ হয়েছে।এই নাট্য ব্যক্তিত্ব অনুপ্রাস, সম্পৃক্তা, এবং ভৈরব সাহিত্য সাংস্কৃতি চত্বর এর সাহিত্য পত্রিকার একধিকবার সম্পাদনা করেছেন বিচক্ষণতার সাথে। সাহিত্যিক আব্দুল হাকিম এর পুত্র সন্তান মোঃ নাসির উদ্দীন বাবু তার বাবাকে নিয়ে কথা বলতে গিয়ে বলেন,বাবা মানসিক ভাবে যথেষ্ট শক্ত মনের মানুষ ছিলেন।তিনি প্রতিটি মুহুর্তে সামাজিক দায়বদ্ধতা নিয়ে মুক্তি যুদ্ধ,দেশ প্রেম,ও গরীব মানুষের কষ্ট নিয়ে চিন্তার কথা বলতেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply