Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » মিয়ানমারে বন্যা ও ভূমিধসে ৪১৯ জনের মৃত্যু




মিয়ানমারে বন্যা ও ভূমিধসে ৪১৯ জনের মৃত্যু মিয়ানমারে টাইফুন ইয়াগির প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪১৯ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে মিয়ানমারের অন্তত ৮ লাখ ৮৭ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি: এপি

জান্তা সরকারের বরাতে বুধবার (২৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ইরাবতী। চলতি মাসে মিয়ানমার, ভিয়েতনাম, লাওস ও থাইল্যান্ডে আঘাত হানে সুপার টাইফুন ইয়াগি। এর তাণ্ডবে অঞ্চলগুলোতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে শত শত মানুষের মৃত্যু হয়। মঙ্গলবার মিয়ানমার জান্তার ইনফরমেশন টিম এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত ৪১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আরও পড়ুন: মিয়ানমারে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২২৬ এর আগে ৮৯ জন নিখোঁজের খবর জানিয়েছিল জান্তা। তবে বুধবার এই সংখ্যা কতজন তা জানায়নি। জাতিসংঘের তথ্য মতে ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে মিয়ানমারের অন্তত ৮ লাখ ৮৭ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় মিয়ানমারকে ১২ লাখ ইউরো ত্রাণ সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। জাতিসংঘের মানবিক সংস্থা (ওসিএইচএ) জানায়, ইয়াগির কারণে মিয়ানমারে প্রায় ৮ লাখ ৮৭ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। টাইফুনের কারণে বাড়িঘর, স্কুল, গৃহস্থালি সম্পদ, পানির উৎস ও বিদ্যুৎ অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংস হয়ে গেছে। রাস্তা ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। আরও পড়ুন: মিয়ানমারে ঝড়-বন্যায় প্রাণহানি বেড়ে ৭৪ এদিকে, টাইফুনের আঘাতে ভিয়েতনামে প্রাণ গেছে প্রায় ৩০০ জনের। এখনও নিখোঁজ অনেকে। এ ছাড়া ২ লাখ ৩০ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। নষ্ট হয়ে গেছে ২ লাখ ৮০ হাজার হেক্টর জমির ফসল।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply