বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ৭০০, আহত ১৯ হাজার: স্বাস্থ্য সচিব
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশে ৭০০ জন নিহত হয়েছেন এবং প্রায় ১৯ হাজার জন আহত হয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকমল হোসেন। ফাইল ছবি
বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকমল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা দেয়ার ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।’
আরও পড়ুন: হত্যার উদ্দেশ্যেই ছাত্রদের ওপর গুলি চালানো হয়: তাজুল ইসলাম
আহতদের মধ্যে যাদের বিদেশে চিকিৎসা নেয়ার প্রয়োজন হবে, তাদের জন্য ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব। চিকিৎসা সেবায় ১৬ বছরের সমস্যা এত দ্রুত সমাধান সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
সচিব বলেন, ‘আওয়ামী লীগ সরকারের চূড়ান্ত করা স্বাস্থ্য সুরক্ষা আইনটি অনুমোদনের জন্য আগামী সপ্তাহের মধ্যেই উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপিত হবে।’
No comments: