Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » খ্যাতিমান পরিচালক মনোয়ার খোকন বেডে উঠেছেন মেহেরপুরে




খ্যাতিমান পরিচালক মনোয়ার খোকন বেডে উঠেছেন মেহেরপুরে

গ্রেটার কুষ্টিয়া নিউজ রিপোর্ট: খ্যাতিমান পরিচালক মনোয়ার খোকন (মনোয়ার হোসেন খোকন) ১৯৫৬ সালের ৭ মার্চ কুষ্টিয়ায় জন্মগ্রহণ করলেও বেড়ে উঠেছেন মেহেরপুরে। স্কুলে লেখাপড়া করেছেন মেহেরপুরে মামা বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য মরহুম আহমদ আলীর বাড়িতে। মেহেরপুরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব মীর রওশন আলী মনা বলেন,মনোয়ার উদ্দীন খোকন বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য মরহুম আহমদ আলীর আপন ভাগনে (বড়ো বোনের চতুর্থ সন্তান ) । তিনি তাঁর মামাবাড়ি (আহমদ আলীর বাসা ) থেকে মাধ্যমিক পর্যন্ত মেহেরপুরে থেকে লেখাপড়া করেন । পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করেন ।মনোয়ার উদ্দীন খোকনের জন্ম কুষ্টিয়া কোর্টপাড়া। নব্বই দশকের আলোচিত ও ব্যবসাসফল ছবির পরিচালকদের মধ্যে অন্যতম মনোয়ার খোকন। খ্যাতিমান এ পরিচালক ০৭ ফেব্রুয়ারি, ২০২১ পরপারে পাড়ি জমান। ১৯৯২ সালে ‘লক্ষ্মীর সংসার’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড় পর্দায় পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন মনোয়ার খোকন। তার পরিচালিত ‘স্বামী কেন আসামী’ ছিল ব্যাপক জনপ্রিয়। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৯৭ সালে। সে সময় ছবিটি ৭ কোটি টাকার বেশি ব্যবসা করেছিল। তার পরিচালিত ‘মেয়েরাও মানুষ’ ছবিটিও তাকে একটি বিশেষ স্থানে পৌঁছে দিয়েছিল। নব্বই দশকে চলচ্চিত্রের জমজমাট দিনে চলচ্চিত্র পরিচালনায় এসে সাফল্য লাভ করেন মনোয়ার খোকন। তার হাত ধরে ঢালিউড পেয়েছে ব্যবসাসফল বহু চলচ্চিত্র। তার নির্মাণে সাধারণত প্রাধান্য পেয়েছে বাঙালি নারীর ক্ষমতায়ন, পারিবারিক মূল্যবোধ, সাংসারিক দুঃখ-ভালোবাসা। মনোয়ার খোকন পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘সংসারের সুখ দুঃখ’, ‘লক্ষ্মীর সংসার’, ‘ঘাত প্রতিঘাত’, ‘একটি সংসারের গল্প’, ‘স্বপ্নের পুরুষ’, ‘কসম বাংলার মাটি’, ‘মায়ের হাতের বালা’, ‘জিদ্দি’, ‘বাংলাভাই’ ও ‘পাওয়ার’। পাওয়ার ছিল তার পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র। সুত্র:গ্রেটার কুষ্টিয়া নিউজ






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply