বিশ্ব নেতারা ট্রাম্পকে নিয়ে হাসাহাসি করেন: কামালা
টিভি বিতর্কে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস। তিনি বলেছেন, বিশ্ব নেতারা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে হাসাহাসি করেন। এমনকি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার লাঞ্চে ট্রাম্পকে খেয়ে ফেলবেন বলেও মন্তব্য করেছেন তিনি।
টিভি বিতর্কে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস। ছবি: রয়টার্স
টিভি বিতর্কে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস। ছবি: রয়টার্স
বুধবার (১১ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯ টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায়) মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজের আয়োজনে প্রথমবারের মতো কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বিতর্ক শুরু হয়। বিতর্ক মঞ্চে প্রবেশ করেই ট্রাম্পের সঙ্গে হাত মেলান কামালা। এরপর কামালা শুরু করেন তার বক্তব্য এবং একই সঙ্গে শুরু হয় বিতর্ক।
আরও পড়ুন: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন /কামালাকে সমর্থন দিলেন টেইলর সুইফট
কামালা হ্যারিস বলেন, বিশ্ব নেতারা ট্রাম্পকে নিয়ে ‘হাসাহাসি’ করেন।
বিতর্কে ট্রাম্প ‘অ্যাবসেন্ট প্রেসিডেন্ট’ উল্লেখ করে জো বাইডেনের সমালোচনা করেন। জবাবে হ্যারিসও ট্রাম্পকে আক্রমণ করেন; বলেন, ‘আপনি বাইডেনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন না, আপনি আমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।’
ইউক্রেন প্রসঙ্গে কামালা বলেন, ‘ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে তার দৃঢ় সম্পর্ক রয়েছে। হ্যারিস ট্রাম্পকে বলেন, ‘আপনি আর প্রেসিডেন্ট নন, আর এতেই আমাদের ন্যাটো মিত্ররা অনেক বেশি কৃতজ্ঞ।’
তিনি আরও বলেন, ‘অন্যথায় পুতিন ইউরোপের বাকি অংশের দিকে চোখ রেখে কিয়েভে বসে থাকতেন। পুতিন ‘একজন স্বৈরশাসক যিনি আপনাকে দুপুরের খাবারে খেয়ে নেবেন।’
আরও পড়ুন: ট্রাম্প-কামালা টিভি বিতর্ক /যুক্তরাষ্ট্রের ইতিহাসে ‘সবচেয়ে খারাপ’ ভাইস প্রেসিডেন্ট কামালা!
অন্যদিকে, ট্রাম্প বাইডেন এবং হ্যারিসকে দেশের ইতিহাসে সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট আখ্যা দিয়ে বিতর্ক শেষ করেন।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন তা নির্ধারিত হবে আগামী ৫ নভেম্বরের নির্বাচনে। প্রাথমিকভাবে এ নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছিল।
কিন্তু গত জুলাইয়ে বাইডেন নির্বাচন থেকে সরে গিয়ে ভাইস-প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে সমর্থন দেন। মূলত, এরপর থেকেই ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান -- উভয় শিবিরই নিজ নিজ প্রার্থীর পক্ষে বেশ জোর প্রচারণা চালাতে দেখা যাচ্ছে।
Tag: world
No comments: