প্রেমিকের দেওয়া আগুনে উগান্ডার অলিম্পিক অ্যাথলেটের মৃত্যু
প্রেমিকের দেয়া আগুনে মারা গেছেন উগান্ডার অলিম্পিক ম্যারাথন দৌড়বিদ রেবেকা চেপ্তেগেই। বৃহস্পতিবার ( ৫ সেপ্টেম্বর) মারা যান তিনি। কেনিয়ায় চার দিন আগে তাকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে দেয় তার প্রেমিক। খবর রয়টার্সের।
গায়ে পেট্রোল ঢেলে প্রেমিকের আগুন দেয়ার চারদিন পর মারা যান চেপ্তেগেই। ছবি: সংগৃহীত
কেনিয়া এবং উগান্ডার গণমাধ্যম জানিয়েছে,প্যারিস অলিম্পিকে অংশ নেওয়া ৩৩ বছরের চেপ্তেগেই এর শরীরের ৭৫ শতাংশ পুড়ে গেছে। রোববার ( ১ সেপ্টেম্বর) তার ওপর হামলা চালায় তার প্রেমিক।
২০২১ সালের অক্টোবর থেকে কেনিয়ায় নিহত হওয়া তৃতীয় বিশিষ্ট ক্রীড়াবিদ চেপ্তেগেই।
আরও পড়ুন:আফ্রিকার দক্ষিণাঞ্চলে তীব্র খরা, খাদ্য সংকটে প্রায় ৭ কোটি মানুষ
উগান্ডা অলিম্পিক কমিটির সভাপতি ডোনাল্ড রুকারে সামাজিকমাধ্যম এক্সে একটি পোস্টে বলেছেন, ‘আমরা আমাদের অলিম্পিক অ্যাথলিট রেবেকা চেপ্তেগেই এর দুঃখজনক মৃত্যু সম্পর্কে জানতে পেরেছি। আমরা অত্যন্ত শোকাহত।’
মোই টিচিং অ্যান্ড রেফারেল হাসপাতালের ক্লিনিকাল সার্ভিসের সিনিয়র ডিরেক্টর ওয়েন মেনাচ রয়টার্সকে বলেন, চেপ্তেগেই বৃহস্পতিবার সকাল ৫:৩০ টায় মারা যান। এর আগে অঙ্গ প্রতঙ্গগুলো কাজ করছিল না তার।
কেনিয়ার সংবাদপত্র দ্য স্ট্যান্ডার্ড জানিয়েছে তার হামলাকারীও এই ঘটনায় আহত হয়েছে এবং তার ৩০ শতাংশ পুড়ে গেছে। তাকে একই হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চেপ্তেগেই ও তার প্রেমিকের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটে।
আরও পড়ুন:বুরকিনা ফাসোতে সশস্ত্র হামলায় দুই শতাধিক নিহত
২০২২ সালের সরকারি তথ্য অনুসারে ১৫-৪৯ বছর বয়সী কেনিয়ার প্রায় ৩৪ শতাংশ কিশোরী এবং নারী শারীরিক সহিংসতার শিকার হয়েছেন। বিবাহিত নারীরা বেশি ঝুঁকিতে রয়েছেন। এক সমীক্ষায় দেখা গেছে ৪১ শতাংশ বিবাহিত নারী সহিংসতার মধ্য দিয়ে গেছেন।
No comments: