Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বেশিরভাগমার্কিন গণমাধ্যম কামালা হ্যারিসকে বিজয়ী ঘোষণা করেছে।




কামালা-ট্রাম্প বিতর্ক কে জিতেছেন বিতর্কে, কী বলছে মার্কিন গণমাধ্যমগুলো যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের বিতর্ক নিয়ে মুখিয়ে ছিল বিশ্ববাসী। ৫ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে ডেমোক্রেট ও রিপাবলিকান প্রার্থীদের মুখোমুখি লড়াই কেমন হয় তা নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে। শেষ পর্যন্ত মঙ্গলবারের বিতর্কে কি জিতেছে। কামালা নাকি ট্রাম্প? কী বলছে মার্কিন গণমাধ্যমগুলো? ট্রাম্প-কামালার প্রথম বিতর্কে কামালা জয়ের আসনে ছিলেন বলে মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে। ছবি: সংগৃহীত যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার ( ১০ সেপ্টেম্বর) রাত ৯টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায়) মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজের আয়োজনে এই বিতর্ক শুরু হয়। যদিও বিতর্ক মঞ্চে উঠেই নির্বাচনের দুই মূল প্রতিদ্বন্দ্বি হাত মিলিয়েছেন কিন্তু বিতর্ক শেষ করেছেন একে অপরের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ দিয়ে। মঞ্চে উঠেই ট্রাম্পের দিকে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দেন কামালা। দুজন হাত মেলান। এরপর কামালার বক্তব্য দিয়ে শুরু হয় বিতর্ক। কামালা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত বিতর্ক নিয়ে গণমাধ্যমগুলোতেও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বেশিরভাগ গণমাধ্যম কামালা হ্যারিসকে বিজয়ী ঘোষণা করেছে। নিউইয়র্ক টাইমস বলছে, হ্যারিস অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ট্রাম্পকে শুরু থেকেই রক্ষণাত্মক ভূমিকায় রেখেছিলেন। বিতর্ক জুড়ে নিজের কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ বজায় রেখেছিলেন। সংবাদমাধ্যমটি বলছে, যেখানে হ্যারিস একটি তীক্ষ্ণ এবং স্পষ্ট বার্তা দিয়েছেন বিতর্কে সেখানে ট্রাম্পকে ক্ষুব্ধ এবং রক্ষণাত্মক ভূমিকায় দেখা গেছে। ওয়াল স্ট্রিট জার্নালও একই কথা বলেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে হ্যারিস সফলভাবে ট্রাম্পকে তার আইনি সমস্যাসহ বেশ কয়েকটি ইস্যুতে দমিয়ে রাখতে সক্ষম হয়েছেন। বাইডেনের সঙ্গে গতবারের বিতর্কে ট্রাম্প যেমন চালকের আসনে ছিলেন এবারের বিতর্কে ট্রাম্পকে অন্যভাবে দেখা গেছে। ইউএসএ টুডে হ্যারিসের পারফরম্যান্সকে শক্তিশালী বলে বর্ণনা করেছে। অন্যদিকে ট্রাম্প ছিল রক্ষণাত্মক। সংবাদমাধ্যমটি দৃঢ়তার সঙ্গে বলেছে, ২০২৪ সালের প্রেসিডেন্ট দৌড় থেকে জো বাইডেনকে যেভাবে ছিটকে ফেলে দিয়েছিলেন ট্রাম্প নতুন ডেমোক্রেটিক প্রতিপক্ষ কামালা হ্যারিসের মুখোমুখি হয়ে নিজের আধিপত্য বিস্তার করতে পারেননি। টেলিভিশন চ্যানেল এমএসএনবিসি বলছে এই বিতর্কে হ্যারিসের জয় খুব স্পষ্টভাবেই দেখা গেছে। মঙ্গলবারের বিতর্কের পুরোটা সময় জুড়ে ভাইস প্রেসিডেন্ট কামালাকে স্থির, যোগ্য এবং রাষ্ট্রপতিসুলভ দেখিয়েছে। বিপরীতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ছিলেন বিধ্বস্ত। হ্যারিস ডোনাল্ড ট্রাম্পকে কথার লড়াইয়ে বারবার হারিয়েছে এবং তা খুব সহজেই। সিএনএন-এর দৃষ্টি ছিল ট্রাম্পের প্রতি হ্যারিসের সরাসরি চ্যালেঞ্জের দিকে। বিতর্কে খুব সংক্ষেপেই নিজের অবস্থা তুলে ধরেছেন হ্যারিস। তার একটি কথার মধ্যেই। সেটি হলো আপনি জো বাইডেনের বিরুদ্ধে লড়ছেন না। আপনি আমার বিরুদ্ধে লড়ছেন। হ্যারিসের আত্মবিশ্বাসী দৃষ্টিভঙ্গিতে ট্রাম্প বিচলিত বোধ করেছেন। আরও পড়ুন:ট্রাম্প-কামালা টিভি বিতর্ক / যুক্তরাষ্ট্রের ইতিহাসে ‘সবচেয়ে খারাপ ভাইস প্রেসিডেন্ট’ কামালা! এমনকি ফক্স নিউজ যাদেরকে প্রায়ই ট্রাম্পের প্রতি সমর্থন দিতে দেখা গেছে তারাও স্বীকার করে নিয়েছে এই বিতর্কে কামালা জিতেছেন। সূত্র: হিন্দুস্তান টাইমস






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply