জার্মানিতে পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত
জার্মানির মিউনিখে ইসরাইলি দূতাবাসের কাছে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের সময় এক বন্দুকধারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) মিউনিখ শহরের কেন্দ্রে কারোলিনেনপ্লাৎস এলাকায় ঘটনাটি ঘটে।
পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, নিহত ব্যক্তি অস্ট্রিয়ার নাগরিক। ১৮ বছর বয়সি ওই ব্যক্তির কাছে পুরনো একটি রাইফেল ছিল।
জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফ্যাজা বলেন, মিউনিখে গুলির ঘটনার পর ইসরাইলি প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা বিধানে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে।
বাভারিয়া রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইওয়াখিম হেয়ারমান জানান, সম্ভবত ইসরাইলি কনসুলেটে হামলার পরিকল্পনা করা হয়েছিল।
আরও পড়ুন: ফ্রান্সের প্রধানমন্ত্রী হলেন মিশেল বার্নিয়ে
এ ঘটনায় ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনার সময় কনসুলেট বন্ধ ছিল এবং এই ঘটনায় কোনো কর্মীর কোনো সমস্যা হয়নি।
আরও পড়ুন: হাসিতে মুগ্ধ হয়ে কামালাকে সমর্থন পুতিনের
এ ঘটনার পর জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার ও ইসরাইলের প্রেসিডেন্ট আইজাক হারজগের মধ্যে কথা হয়েছে। এই সময় মিউনিখ পুলিশকে ধন্যবাদ জানান ইসরাইলের প্রেসিডেন্ট।
১৯৭২ সালের ৫ সেপ্টেম্বর মিউনিখ অলিম্পিক চলার সময় ফিলিস্তিনপন্থি বন্দুকধারীদের হামলায় ইসরাইলের ১১ জন অ্যাথলিট মারা যান। সেই হামলার বার্ষিকীর দিন মিউনিখে এই ঘটনা ঘটলো।
No comments: