ইলিশ পেয়ে খুশি হলেও দামে ‘নাখোশ’ ভারতীয়রা
হাঁকডাকের মধ্য দিয়ে ভারতের বাজারে বিক্রি হচ্ছে বাংলাদেশের ইলিশ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত প্রতি কেজি পাইকারি বাজারের দাম উঠেছে ১৭০০ রুপি। খোলা বাজারে যা, ১৯০০ থেকে ২০০০ পৌঁছাবে। তবে গেলবারের তুলনায় এবার মাছের দাম একটু বেশি বলে দাবি করছেন আমদানিকারকরা।
কলকাতা লাগোয়া হাওড়া ফিস মার্কেটে বাংলাদেশের ইলিশ। ছবি: সময় সংবাদ
শুক্রবার ভোর থেকেই কলকাতা লাগোয়া হাওড়া ফিস মার্কেটে অকশনের মাধ্যমে বিক্রি শুরু হয় বাংলাদেশের ‘রুপলি শস্য’। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খুচরো বাজারের বিক্রেতাদেরও ভিড় চোখে পড়ে। ভিড় চোখে পড়ে স্থানীয় গণমাধ্যম প্রতিনিধিদেরও।
ইলিশ আমদানিকারকরা বলছেন, শুক্রবার পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া বাজারে ৫৫ টন ইলিশ পৌঁছেছে। শুক্রবার শনিবার একইভাবে বাংলাদেশ থেকে আসবে ইলিশ।
আরও পড়ুন: ভারতের বাজারে কত দামে বিক্রি হচ্ছে বাংলাদেশের ইলিশ?
তবে এবার তুলনামূলকভাবে একটু দেরিতে ইলিশ আসায় দাম একটু বেশি বলে দাবি স্থানীয় ব্যবসায়ীদের। তাছাড়া চলমান দুর্গাপূজার কারণেও অনেকে নতুন জামা কাপড় কেনায় ব্যস্ত থাকায় এর প্রভাব পড়বে ইলিশবাজারে। আগামী ১২ অক্টোবর পর্যন্ত আসবে পদ্মার ইলিশ।
ভারতের ফিস ইমপোর্টার অ্যাসোসিয়েশন ৯ সেপ্টেম্বর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ইলিশ আমদানির আবেদন জানায়। এরই প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার ৩ হাজার মেট্রিক টন ইলিশ ভারতে রফতানি করার সিদ্ধান্ত নেয়। যদিও সবশেষ সরকারি বিজ্ঞপ্তিতে ২৪০০ টন ইলিশ রফতানির হিসাব দেয়া হয়।
No comments: