মণিপুর পুলিশ মহাপরিচালকের পদত্যাগ দাবি
মণিপুরের চলমান সংকট ও বেসামরিক নাগরিকের জীবন এবং সম্পত্তির সুরক্ষা দিতে ব্যর্থতার অভিযোগ তুলে সেখানকার পুলিশ মহাপরিচালক রাজীব সিংয়ের পদত্যাগ দাবি করেছে ইম্ফল-ভিত্তিক গোষ্ঠী দ্য কর্ডিনেটিং কমিটি অন মণিপুর ইনটিগ্রিটি (সিওসিওএমআই)। শনিবার (৭ সেপ্টেম্বর) তার পদত্যাগের দাবি করে সংগঠনটি। খবর দ্য হিন্দুর।
সহিংসতায় জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগে ডিজিপি রাজিব সিং এর পদত্যাগ দাবি করেছে মণিপুর ইন্টিগ্রিটির সমন্বয়কারী কমিটি। ছবি: সংগৃহীত
সিওসিওএমআই এক বিবৃতিতে জানায়, ইম্ফল উপত্যকার মেইতি এবং পার্শ্ববর্তী পাহাড়ের কুকি-জোসের মধ্যে জাতিগত সংঘর্ষের ফলে উদ্ভূত পরিস্থিতিতে ডিজিপি রাজিব সিং বেসামরিক নাগরিকদের জীবন ও সম্পত্তি সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছেন।
আরও পড়ুন:মণিপুরে মেইতেই গোষ্ঠীর সঙ্গে বিদ্রোহীদের বন্দুকযুদ্ধ, নিহত ৫
এ পরিস্থিতিতে মণিপুর ইন্টিগ্রিটির সমন্বয়কারী কমিটি গুরুতর পরিস্থিতিতে নিষ্ক্রিয়তার উল্লেখ করে নিরাপত্তা উপদেষ্টা এবং পুলিশের মহাপরিচালক (ডিজিপি) এর পদত্যাগের আহ্বান জানিয়েছে।
এক চিঠিতে সিওসিওএমআই চলমান সহিংসতার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। গোষ্ঠীটি উল্লেখ করেছে, মণিপুরের অধিকৃত পার্বত্য অঞ্চলের অভিবাসী সশস্ত্র চিন-কুকি মাদক-সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর পরিচালিত আক্রমণ, ড্রোন বোমা হামলা এবং বিমান হামলা ওই অঞ্চলের জনগণের নিরাপত্তা বিঘ্নিত করছে এবং তাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে। গ্রুপটি ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
প্রসঙ্গত, শনিবার (৭ সেপ্টেম্বর) ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের জিরিবাম জেলায় বন্দুকযুদ্ধে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। বিদ্রোহী কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
শনিবারের সহিংসতায় পাঁচজন নিহত হওয়ার পর মণিপুরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। একটি সামরিক হেলিকপ্টার টহল ও আকাশ সমীক্ষা পরিচালনার জন্য মোতায়েন করা হয়েছে এবং একটি অভিযানও চলছে।
আরও পড়ুন:ভারতের মণিপুরে সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতে রকেট হামলা, নিহত ১
এর আগে শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিষ্ণুপুর জেলায় রকেট হামলায় একজন নিহত আর পাঁচজন আহত হয়েছেন।
No comments: