ইসরায়েল-লেবানন সীমান্তে ২১ দিনের যুদ্ধবিরতির আহ্বান
ছবি: সংগৃহীত
লেবানন ও ইসরায়েলের সীমান্তে ক্রমবর্ধমান সংঘাতের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং তাদের মিত্ররা ২১ দিনের সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। সম্প্রতি হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এই পদক্ষেপ নেয়া হয়েছে।
১১ সদস্য বিশিষ্ট এই জোট এক যৌথ বিবৃতিতে বলেছে, তাৎক্ষণিক ২১ দিনের যুদ্ধবিরতি যুদ্ধের মারাত্মক পরিস্থিতি কমানোর পাশাপাশি কূটনৈতিক আলোচনার জন্য একটি সুযোগ তৈরি করবে।’ একই সঙ্গে গাজায় চলমান সংঘাত নিয়েও তারা যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, এই শত্রুতা ‘অসহনীয়’ এবং আঞ্চলিক উত্তেজনার ঝুঁকি বাড়ানোর মতো অগ্রহণযোগ্য পরিস্থিতি তৈরি করেছে। ফলে ইসরায়েল ও লেবাননের সাধারণ মানুষের জন্য তা হুমকি স্বরূপ হয়ে উঠছে।
আরো পড়ুন: হিজবুল্লাহর রকেট হামলার পর ইসরায়েলের পাল্টা হামলা
এদিকে, ইসরায়েলি সামরিক প্রধান তার সেনাদের জানিয়েছেন যে, হিজবুল্লাহর ওপর ব্যাপক বিমান হামলা চালানোর মাধ্যমে তারা লেবাননে ‘শত্রুদের ভূখণ্ডে প্রবেশের’ পথ সুগম করতে চাচ্ছেন।
No comments: