কক্সবাজারে পাহাড় ধসে মা ও দুই মেয়েসহ ৬ জনের মৃত্যু
কক্সবাজারে ভারী বর্ষণে পৃথক পাহাড় ধসের ঘটনায় মা ও দুই মেয়েসহ ৬ জনের মৃত্যু হয়েছে। কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ ডিককুল ও রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে কক্সবাজার সদর ঝিলংঝা ইউনিয়নের দক্ষিণ ডিককুল এলাকায় পাহাড় ধসে মা ও দুই মেয়ের মৃত্যু হয়
নিহতরা হলেন-দক্ষিণ ডিককুলের মিজানুর রহমানের স্ত্রী আঁখি মনি (২৬) এবং তার দুই মেয়ে মিহা জান্নাত নাঈমা ও লতিফা ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভারী বর্ষণে ডিককুল এলাকায় পাহাড়ধসে মা ও দুই মেয়ের মৃত্যু হয়েছে। স্থানীয় ঝিলংঝা ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পাহাড় ধসে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।’
অন্যদিকে শুক্রবার ভোরে উখিয়া উপজেলার ১৪ নম্বর হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে একই পরিবারের তিন জনের মৃত্যু হয়।
তারা হলেন-১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-২ ব্লকের কবির আহমেদের ছেলে আব্দুর রহিম, আব্দুল হাফেজ ও আবদুল ওয়াহেদ।
কক্সবাজার ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন জানান, ভারি বর্ষণে উখিয়া ১৪ নম্বর হাকিম পাড়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে তিনটি ঘর বিধ্বস্ত হয়েছে। এতে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।
No comments: