Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » মেহেরপুরের সাহিত্য: হাজীর শেখ (১৮৯০-২ ডিসেম্বর ১৯৭৬) শিক্ষাবিদ ও লেখক হাসির জাহাজ -হাজীর শেখ, বিএ-বিটি




· · মেহেরপুরের সাহিত্য: হাজীর শেখ (১৮৯০-২ ডিসেম্বর ১৯৭৬) শিক্ষাবিদ ও লেখক হাসির জাহাজ -হাজীর শেখ, বিএ-বিটি চুরে রাম টাম, চুরে রাম টাম বাজা ঢাকা দমাদম, বাজা ঢাক দমাদম।

দেশ থেকে তাড়াব; যাত মশা মাছি সব সারাদিন জালাতন, শুধু ভ্যান ভ্যান রব। শুঁয়োপোকা, তেলাপোকা, গিরগিটি, মাকড়সা পিঁপড়েরা খেয়ে নেয়, যত গুড় বাতাস। ইদুঁরদের ল্যাজ বেঁধে, তাল গাছে ঝুলাব, কিছু খেতে না দিয়ে, শুকিয়ে মারব। তারপর তেলে ভেজে, চীন দেশে পাঠব বোঁচারা খাবে সুখে, সুখে দেশ ভাসাবো। রোগ, শোক দুক্ষু, দেশের আর রবে না অন্যায় থাকবে না, যাবে সব ভাবে না। হাজারী শেখ ঃ (১৮৯০-২ ডিসেম্বর ১৯৭৬) জন্ম ১৮৯০ সালেমেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নে বল্লভপুর গ্রামে। তিনি কৃষ্ননগর ক্রিশ্চিয়ানে মিশনারী সোসাইটি স্কুলে শিক্ষাজীবন শুরু করেন। ১৯১০ সালে ক্যালকাটা ইউনির্ভাসিটির অধীনে ১ম বিভাগে মেট্রিক পাশ করেন। ঢাকা কলেজ আই এ এবং কৃষ্ণনগর কলেজ থেকে ১ম মুসলিম ছাত্র হিসাবে গ্র্যাজুয়েশন ডিগ্রী লাভ করেন। তিনি ছিলেন মূলত মানুষ গড়ার কারিগর। কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল, কুমারখালী এমএন হাইস্কুল, দারিয়াপুর, কেদারগঞ্জ হাইস্কুলে প্রধান শিক্ষক হিসাবে সুনামের সহিত কাজ করেন। তিনি ইংরেজি ভাষায় খুবই দক্ষ ছিলেন। ছোটদের উদ্দেশ্যে তার লেখা একটি কবিতার পান্ডুলিপি যার নাম হাসির জাহাজ তার থেকে একটি ছড়া সংকলিত হলো। তিনি মেহেরপুরের বিশিষ্ট কথাসাহিত্যক হাবিব আনিসুর রহমানের পিতা। ১৯৭৬ সালে ২ ডিসেম্বর ৮৪ বছর বয়সে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply