Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » মেহেরপুরের জনপ্রিয় কথাসাহিত্যিক হাবিব আনিসুর রহমান




মেহেরপুরের জনপ্রিয় কথাসাহিত্যিক হাবিব আনিসুর রহমান, নাসিমা আনিস (হাবিব আনিসুর রহমানের স্ত্রী) ও মোজাফ্ফর হোসেন। কথাসাহিত্যিক হাবিব আনিসুর রহমান বিশিষ্ট কথাসাহিত্যিক হাবিব আনিসুর রহমান মেহেরপুরের বল্লভপুর গ্রামে ১৯৫৪ সালে জন্ম গ্রহণ করেন। । পিতা এস এম হাবিবুর রহমান, মা বেগম আশরাফুন্নেসা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তারপর গবেষণাকর্মে আত্মনিয়োগ করেন। ১৯৭৯ সালে পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষকতায় যোগদান করেন । দীর্ঘ ১০ বছর চট্টগ্রাম কলেজে ইতিহাসের প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে যথাক্রমে কুষ্টিয়া সরকারি কলেজ ও যশোর সরকারি এম এম কলেজে অধ্যাপনা করেন। ২০০৫ সালে প্রফেসর পদে পদোন্নতি পান। স্বেচ্ছাবসর নেওয়ার পর ঢাকায় বসবাস। শুরু করেন লেখালেখির সঙ্গে ঘরসংসার । প্রচুর লিখে চলেছেন অধুনালুপ্ত সাপ্তাহিক বিচিত্রা ও পাক্ষিক শৈলীসহ প্রায় প্রতিটি জাতীয় দৈনিকে সাহিত্য পাতায় লিখছেন নিয়মিত প্রথম আলো, সমকাল কালের খেয়া, যুগান্তর, কালের কণ্ঠের ঈদ সংখ্যা ও সাপ্তাহিক সাহিত্য সাময়িকীর পাতায়। তার প্রকাশিত গ্রন্থগুলো: গুলেনবারি সিনড্রোম ও অন্যান্য গল্প; অষ্টনাগ ষােলচিতি; পােড়ামাটির জিলাপি ও অন্যান্য গল্প; পক্ষি ও সারমেয় সমাচার। (উপন্যাস); পুষ্পরাজ সাহা লেন (উপন্যাস, শিখা। প্রকাশনী); আমাদের নতিপোতা গ্রামের ইতিহাস। (উপন্যাস); নেফারতিতি (উপন্যাস); কথা। উপকথা (উপন্যাস); রৌদ্র ও ত্রাতাগণ (মুক্তিযুদ্ধের উপন্যাস); বন্দিভুতের ফন্দি (কিশােরদের গল্প) ও। ছোটকু মোটকু (কিশোরদের গল্প)। হাবিব আনিসুর রহমান তার লেখায় একই সঙ্গে শােষণে শাসনে পর্যদস্ত গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর। 'পোড়খাওয়া জীবন এবং পুঁজির ঔরসজাত কদর্যে। ভরা অসুস্থ উন্মাদ নাগরিক জীবনের ছবি এঁকে যান স্বেচ্ছায়, নিজ দায়িত্নে; তৈরি করেন অন্য এক। ভুবন যেখানে স্পষ্ট হয়ে ওঠে মানুষের জীবনের। প্রকৃত চিত্র। লেখালেখির জন্যে তিনি ২০১১ সালে। ‘জীবননগর সাহিত্য পরিষদ সম্মাননা' এবং ২০১৫। সালে ‘কাঙাল হরিনাথ মজুমদার’ পদকে ভূষিত। হন। তিনি ভালোবাসেন বই পড়তে, লিখতে আর। 'সেতার শুনতে। সময় পেলে মুভি দেখেন। কথাসাহিত্যিক নাসিমা আনিস কথাসাহিত্যিক নাসিমা আনিস মেহেরপুরের কৃতি সন্তান বিশিষ্ট কথাসাহিত্যিক হাবিব আনিসুর রহমানের স্ত্রী।তাদের স্থায়ী নিবাস মেহেরপুরের মুজিবনগরের বল্লভপুরে। থাকেন ঢাকার হাতিরপুলের ফ্রি স্কুল স্ট্রিটে। তিনি ঢাকার ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে অনার্স সহ এমএ ডিগ্রী লাভ করেন।কাঞ্চনের জন্য ভালবাসা, চন্দ্রভানুর পিনিস, বৃহন্নালা বৃত্তান্ত, সূর্য ওঠার সময়, কুয়াশা কুয়াশা ভোর, স্বপ্ন আমার বাঁচবো, মোহিনীর থান,কিডনির কারবার প্রভৃতি তাঁর গ্রন্থ। গল্প গ্রন্থ পাঁচটাসহ মোট গ্রন্থ পনেরটি।মেহেরপুরের মুজিবনগরের ঐতিহ্যবাহী বল্লভপুরে তাঁদের স্থায়ী আবাস। তার লেখা গল্প ‘কয়লা নামে কোন জায়গা নেই’। হাবিব আনিসুর রহমান ও নাসিমা আনিসের অসাধারণ মেধাবী কন্যা আদবানা আনিস বুয়েট থেকে স্থাপত্যবিদ্যায় অনার্স সম্পন্ন ক’রে একটি স্বনামধন্য ফার্মে সিনিয়র আর্কিটেক্ট হিসেবে কর্মরত। পুত্র এস এম আসিফুর রহমান সম্প্রতি যুক্তরাষ্ট্রে এম বি এ পড়তে গিয়ে সাউদার্ণ ইলিনয়স ইউনিভার্সিটি এডওয়ার্ডভিল ২০২১ কমপিটিটিভ গ্রাজুয়েট এওয়ার্ড লাভ করেছেন। কথাসাহিত্যিক মোজাফ্ফ‌র হোসেন মোজাফফর হোসেন জন্ম মেহেরপুরে, ১৯৮৬ সালে। ইংরেজি ভাষা ও সাহিত্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। পেশাজীবন শুরু করেন সাংবাদিকতা দিয়ে। বর্তমানে বাংলা একাডেমিতে অনুবাদ-কর্মকর্তা হিসেবে কর্মরত। প্রধানত কথাসাহিত্যিক। বিশেষ আগ্রহ অনুবাদ এবং সমালোচনা সাহিত্যে। ‘অতীত একটা ভিনদেশ’ গল্পগ্রন্থের জন্য তিনি এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ কথাসাহিত্য পুরস্কার-২০১৭ ও ‘পরাধীন দেশের স্বাধীন মানুষেরা’ গল্পগ্রন্থের জন্য। আবুল হাসান সাহিত্য পুরস্কার ২০১৮ অর্জন করেন। সুত্র:গ্রেটার কুষ্টিয়া নিউ

জ,






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply