Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ধর্মঘট প্রত্যাহার শনিবার কাজে যোগ দেবেন কলকাতার জুনিয়র চিকিৎসকরা




কলকাতার আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার( ২০ সেপ্টেম্বর) তারা তাদের ৪১ দিন ধরে চলা ধর্মঘট প্রত্যাহার করবেন বলে ঘোষণা দিয়েছেন। শনিবার ( ২১ সেপ্টেম্বর) থেকে কাজে যোগ দেবেন এবং জরুরি সেবা আবার চালু করবেন। তবে ওপিডি (আউটপেশেন্ট ডিপার্টমেন্ট) সার্ভিস আপাতত বন্ধ থাকবে। কলকাতার আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা ২১ সেপ্টেম্বর কাজে ফিরবেন। ছবি: সংগৃহীত বৃহস্পতিবার ( ১৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। আন্দোলনকারী ডাক্তাররা জানান, ‘শনিবার থেকে রাষ্ট্র পরিচালিত হাসপাতালগুলোতে আংশিকভাবে জরুরী, প্রয়োজনীয় পরিষেবাগুলোতে পুনরায় যোগদান করা হবে। এছাড়া সম্প্রতি পশ্চিমবঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের চিকিৎসা দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলেও জানান চিকিৎসকরা। আরও পড়ুন:শনিবার শপথ নেবেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী অতীশি গত ৯ আগস্ট আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের সেমিনার হলে জুনিয়র নারী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার প্রতিবাদে চিকিৎসকরা কাজ বন্ধ করে দেন। আন্দোলনের এক পর্যায়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের বৈঠকের পর বেশিরভাগ দাবি মেনে নেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একজন আন্দোলনরত চিকিৎসক জানান, বিক্ষোভের ৪১ তম দিনে,পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্ট বলতে চায় আমরা আমাদের আন্দোলন থেকে অনেক কিছু অর্জন করেছি, কিন্তু অনেক কিছু এখনও অর্জন করা বাকি আছে। আমরা কলকাতার পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে বাধ্য করেছি। কিন্তু এর মানে এই নয় যে আন্দোলন শেষ। আমরা এই আন্দোলনকে একটি নতুন উপায়ে এগিয়ে নিয়ে যাব। শুক্রবার স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত একটি র‌্যালি করার পরিকল্পনা আছে বলেও জানান চিকিৎসকরা। আরও পড়ুন:বন্যায় ডুবছে পশ্চিমবঙ্গ, কেন্দ্রীয় সরকারকে দুষলেন মমতা শনিবার থেকে প্রয়োজনীয় পরিষেবাগুলো আবার শুরু হবে, তবে নারী কর্মীদের নিরাপত্তা ব্যবস্থা উন্নত না হওয়া পর্যন্ত ওপিডি এবং ওটি পরিষেবা স্থগিত থাকবে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply