Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » চিত্রনায়ক নাদিম




🌷🌷চিত্রনায়ক নাদিম মির্জা নাদিম বেগ ১৯ জুলাই ১৯৩৯ সালে আধুনিক ভারতের অন্ধ্র প্রদেশের বিজয়ওয়াড়া শহরে জন্মগ্রহণ করেন,যা অতীতে ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সির অংশ ছিলো। নাদিম বেগের পরিবার ভারত বিভাজনের পর ১৯৪৭ সালে পাকিস্তানে চলে যায়। তিনি তাঁর স্কুলজীবন সিন্ধ মাদ্রাসাতুল - ইসলামে শেষ করে পাকিস্তানি চলচ্চিত্র জগতে প্রবেশের আগে কিছু বছর করাচির সরকারি ইসলামিয়া বিজ্ঞান কলেজে পড়াশুনা করেন। 🌹🌹১৯৬০ সালে নাদিম সহ তালাত হুসাইন,এম.জাহির খান,আফতাম আজিম,সালিম জাফরি ও টিভি প্রযোজক ইকবাল হায়দারদেরকে করাচির একটি ক্লাবে উপস্থিত থাকতে দেখা যায়। তিনি ও তাঁর বন্ধু আমির আহমেদ খান ও কাসিম সিদ্দিকি অনেক সংগীত প্রতিযোগিতায় জিতেছিলেন। সেরকম একটি সংগীত প্রতিযোগিতায় বাংলাদেশের বিখ্যাত সংগীতশিল্পী ফেরদৌসী রহমানের সাথে তার দেখা হয়। নাদিমের গান গাওয়ার প্রতিভা দেখে তিনি মুগ্ধ হয়ে ঢাকা শহরের চলচ্চিত্র শিল্পে তাকে প্লেব্যাক গাওয়ার জন্য উৎসাহ প্রদান করেছিলেন। 🌷🌷২০১৯ সাল পর্যন্ত নাদিম চলচ্চিত্র শিল্পে পঞ্চাশ বছরের বেশি সময় ধরে অভিনয় করে আসছেন। তিনি তার প্রথম কাজ শুরু করেন ১৯৬৭ সালে চকোরী চলচ্চিত্রে শাবানার সাথে অভিনয়ের মধ্য দিয়ে। চকোরী চলচ্চিত্রটি অধিনায়ক এহতেশাম কর্তৃক অভিনীত ও প্রযোজিত যিনি বাস্তব জীবনে নাদিমের শ্বশুর। চকোরী পশ্চিম ও পূর্ব পাকিস্তানে "বর্তমান বাংলাদেশ" ব্যবসা সফল ছিলো। চকোরীতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পদে নাদিমকে নিগার পুরস্কার দেওয়া হয়। তিনি অভিনেত্রী শবনমের সাথে সেরা চলচ্চিত্র জুটি হিসেবে বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি নাদিম বেশকিছু চলচ্চিত্রের জন্য গান গেয়েছেন। নাদিম পারভেজ মালিক,নজরুল ইসলাম,এস.সুলেমান,শামিম আরা,সঙ্গীতা ও সামিনা পীরজাদা সহ পাকিস্তানি চলচ্চিত্র শিল্পের বহু অভিজ্ঞ পরিচালকদের সাথে কাজ করেছেন। জনপ্রিয় অভিনয়শিল্পীর পাশাপাশি তিনি সন্তোষ কুমার,দর্পন,ওয়াহিদ মুরাদ,আলাউদ্দিন এবং সৈয়দ কামালের সাথে তার দীর্ঘ অভিনয়জীবনে কাজ করেছেন






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply