Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » মেহেরপুরে দফায় দফায় বন্ধ হচ্ছে বাস চলাচল, কারণ কী?




মেহেরপুর-কুষ্টিয়া এবং মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে আবারও বাস চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়ার মিরপুরে সিএনজি চালকদের বাসের উপর হামলার ঘটনার প্রতিবাদে মেহেরপুর জেলার সকল রুটে শুক্রবার (৬ সেপ্টেম্বর) লোকাল বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিক ও মোটর শ্রমিক ইউনিয়ন। এর আগে বুধবার বন্ধ ছিল বাস চলাচল, পরে আলোচনার প্রেক্ষিতে বৃহস্পতিবার বাস চললেও আবার বন্ধ হয় শুক্রবার। ছবি: সময় সংবাদ এর আগে বুধবার বন্ধ ছিল বাস চলাচল, পরে আলোচনার প্রেক্ষিতে বৃহস্পতিবার বাস চললেও আবার বন্ধ হয় শুক্রবার। ছবি: সময় সংবাদ বেন ইয়ামিন এ দিকে বাস চলাচল বন্ধ হয়ে পড়ায় শুরু হয় যাত্রী দুর্ভোগ। তবে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক থাকায় দূরের যাত্রীরা স্বস্তিতে রয়েছেন। শুক্রবার সকালে গন্তব্যে যাওয়ার জন্য অনেক যাত্রী মেহেরপুর শহরে গিয়ে বিপাকে পড়েন। জরুরি প্রয়োজনে কুষ্টিয়া, চুয়াডাঙ্গাসহ আশপাশের জেলায় যাওয়ার জন্য তারা ছোট ছোট যানবাহনে চড়েছেন। এতে ভোগান্তির পাশাপাশি খরচ বেড়েছে বলে জানান কয়েকজন যাত্রী। মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান জানান, কুষ্টিয়ার ভেড়ামারায় সিএনজি চালকরা বাস চালকদের মারধরের ঘটনায় বুধবার (৪ সেপ্টেম্বর) মেহেরপুর-কুষ্টিয়া জেলার সব রুটে লোকাল বাস চলাচল বন্ধ ছিল। কুষ্টিয়া জেলা প্রশাসনের সাথে আলোচনার পর বৃহস্পতিবার সকাল থেকে বাস চলাচল শুরু হয়। তবে বৃহস্পতিবার বিকেলে মিরপুরে লোকাল বাসের চালকের উপর হামলা ও বাসের গ্লাস ভাঙচুর করে সিএনজি চালকরা। এর জের ধরে আজ সকাল থেকে আবারও বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়। আঞ্চলিক মহাসড়কগুলোতে সিএনজির (থ্রি হুইলার) দৌরাত্বে বাস চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। তাই সিনজি চলাচল বন্ধ এবং হামলাকারীদের বিচারের দাবিতে এ শ্রমিক ধর্মঘট ডাকা হয়েছে বলেও জানান তিনি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply