ভারতে তৈরি কামানের গোলা রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করছে ইউক্রেন ফৌজ। যুদ্ধের মধ্যেই এমনই চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করল বহুজাতিক ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স। যা পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছে নয়াদিল্লি। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় প্রতিরক্ষা কোম্পানিগুলির তৈরি ১৫৫ মিলিমিটারের কামানের গোলা হাতে পেয়েছে ইউক্রেন গোলন্দাজ বাহিনী। ঘুরপথে যা কিভকে সরবরাহ করা হচ্ছে। গোটা বিষয়টি জেনেও চুপ করে রয়েছে নয়াদিল্লি। উল্লেখ্য, ১৫৫ মিলিমিটার ক্যালিবারের গোলা বফোর্স-সহ অধিকাংশ হাউৎজ়ার কামানে ব্যবহার করা হয়। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে পাক ফৌজের থেকে মসকো উপত্যকা পুনর্দখলের জন্য এই গোলা ব্যবহার করেছিল ভারতীয় গোলন্দাজ বাহিনী। পাহাড়ি যুদ্ধে নিখুঁত নিশানায় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই গোল। এর ধ্বংসক্ষমতাও মারাত্মক।
রয়টার্সের দাবি, এক বছরের বেশি সময় ধরে ইউক্রেনকে গোলাবারুদ সরবরাহ করছে ভারত। ইটালি থেকে ব্রিটেন হয়ে ঘুরপথে কিভের হাতে পৌঁছচ্ছে ওই সমরাস্ত্র। ইতিমধ্যেই যা নিয়ে আপত্তি তুলেছে মস্কো। রয়টার্সের প্রতিবেদনে ভারত, ইউরোপের বিভিন্ন দেশ এবং অস্ত্র নির্মাণকারী শিল্পের সঙ্গে জড়িত ১১টি সূত্রের উল্লেখ করা হয়েছে। এ ছাড়া শুল্ক দফতরের নানা তথ্যও সেখানে তুলে দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদ সংস্থাটির দাবি, নয়াদিল্লি জানে যে ইউরোপে তাঁদের বিক্রি করা অস্ত্র শেষ পর্যন্ত ইউক্রেনে যায়। কিন্তু তা সত্ত্বেও গোলাবারুদ রফতানি বন্ধ করেনি নয়াদিল্লি। সমরাস্ত্র বিক্রির ক্ষেত্রে ভারতের একটি নির্দিষ্ট নীতি রয়েছে। তা হল, যে দেশ এখান থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কিনবে, কেবলমাত্র তাঁরাই সেটা ব্যবহার করতে পারবে। ওই অস্ত্র অন্য কোনও দেশ বা গোষ্ঠীকে দেওয়া যাবে না। সে ক্ষেত্রে অস্ত্র রফতানি বন্ধ করতে পারে ভারত। রয়টার্সের প্রতিবেদনে ভারতের তিন জন শীর্ষ আধিকারিকের কথা উল্লেখ করা হয়েছে। চলতি বছরের জুলাইতে রুশ বিদেশমন্ত্রী সর্গেই লেভরভের সঙ্গে বৈঠক করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিন শীর্ষ আধিকারিকের দাবি, ওই বৈঠকে অন্তত দু’বার নয়াদিল্লির প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির বিষয়টি নিয়ে আপত্তি তোলেন লেভরভ। এই আবহে আবার চাঞ্চল্যকর দাবি করেছেন এক স্প্যানিশ ও এক ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণকারী সংস্থার প্রাক্তন শীর্ষকর্তা। তাঁরা জানিয়েছেন, মূলত দু’টি দেশ ঘুরে ভারতীয় গোলাবারুদ হাতে পাচ্ছে ইউক্রেনের সেনা। সেগুলি হল, ইটালি ও চেক প্রজাতন্ত্র। এই মন্তব্যের সত্যতা যাচাই করতে ইউক্রেন, ইটালি, স্পেন ও চেক প্রজাতন্ত্রের প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে রয়টার্স। তবে সেখান থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি বলে জানিয়েছে এই বহুজাতিক ব্রিটিশ সংবাদমাধ্যম। অন্য দিকে নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের এক শীর্ষকর্তা জানিয়েছেন, ইউরোপে সমরাস্ত্র সরঞ্জাম সরবরাহ বন্ধ করার জন্য কোনও পদক্ষেপ করা হয়নি। তবে সবটাই নিয়ম মেনে হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এ বছরের জানুয়ারিতে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ‘‘ইউক্রেনকে কোনও গোলাবারুদ বিক্রি করা হয়নি।’’ রয়টার্সের ওই রিপোর্টের পরও প্রতিক্রিয়া দিয়েছে নয়াদিল্লি। সেখানে বলা হয়েছে, ‘‘সমরাস্ত্র বিক্রির ক্ষেত্রে ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণকারী সংস্থাগুলির যথেষ্ট সুনাম রয়েছে। নিয়ম ভেঙে অস্ত্র বিক্রির কোনও প্রশ্নই ওঠে না। এই রিপোর্ট পুরোপুরি অসত্য ও বিভ্রান্তিকর।’’ যদিও ভারতীয় আধিকারিকদের উদ্ধৃত করে রিপোর্টে রয়টার্স দাবি করেছে, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন যত গোলাবারুদ ব্যবহার করছে তার এক শতাংশেরও কম নয়াদিল্লির থেকে আমদানি করেছে কিভ। সেই অস্ত্র কোনও ইউরোপীয় দেশের থেকে ইউক্রেন কিনেছে না কি দান হিসেবে পেয়েছে, তা রিপোর্টে স্পষ্ট করা হয়নি। ২০২৩ সালের ৭ অক্টোবর ইজ়রায়েলের উপর হামলা চালায় হামাস জঙ্গি গোষ্ঠী। যার ফলশ্রুতিতে প্রত্যাঘাত হানে ইহুদি ফৌজ। সেই থেকে গাজ়া স্ট্রিপে দুই গোষ্ঠীর মধ্যে চলছে রক্তক্ষয়ী লড়াই। ওই যুদ্ধতেও ইজ়রায়েলি সেনা ভারতের তৈরি হাতিয়ার ব্যবহার করছে বলে খবর ছড়িয়েছিল।Slider
দেশ - বিদেশ
মেহেরপুর জেলা খবর
মেহেরপুর সদর উপজেলা
গাংনী উপজেলা
মুজিবনগর উপজেলা
ফিচার
খেলা
যাবতীয়
ছবি
ফেসবুকে মুজিবনগর খবর
Home
»
lid news
»
world
» বন্ধু রাশিয়ার সৈন্য সংহারে ভারতীয় গোলাবারুদ ব্যবহার ইউক্রেনের? পাল্টা প্রতিক্রিয়া নয়াদিল্লির
Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- Advertisemen
- Advertisement
- Advertisementvideos
- Arts
- Education
- English News
- English News Featured
- English News lid news
- English News national
- English News news
- English Newsn
- Entertainment
- Featured
- games
- id news
- l
- l national
- li
- lid news
- lid news English News
- lid news others
- media
- national
- others
- pedia
- photos
- politics
- politics English News
- t
- videos
- w
- world
- Zilla News
No comments: