Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » মেহেরপুরে বৃক্ষ মেলার উদ্বোধন দশম দিনের মত চলছে




। ৯ সেপ্টেম্বর রোজ সোমবার সকালে মেহেরপুরে সপ্তাহ ব্যাপী বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন সাবেক জেলা প্রশাসক শামীম হাসান।এ সময় ফলজ,বনজ, শোভাবর্ধক ও ঔষধি গাছের গুনাগুন সম্পর্কে জানানো হয়।এবারের মেলায় বৃক্ষ মেলাতে নতুন নতুন জাতের বিভিন্ন গাছের সমারোহ ঘটায় খুশি আগত দর্শকরা । এবার মেলার আকর্ষণ হিসেবে বিদেশি ফল গাছের মধ্যে থাকছে রাম্বুটান, পার্সিমন, মালয়েশিয়ান জাবিতাকা, আভোকাডো, আঙ্গুর ভারতের হাইব্রিড জাতের নারিকেল গাছ এবং উচ্চ তো নতুন নতুন জাতের নানা গাছ। স্টলগুলো পরিদর্শন শেষে সকলকে গাছ লাগানোর আহ্বান জানায় জেলা প্রশাসন ও বনবিভাগ। ১৫ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে রাত ১০টা অব্দি বৃক্ষ মেলা চলার কথা থাকলেও বর্তমানে নতুন জেলা প্রশাসক সিফাত মেহনাজ আরো কয়েকটি দিন সময় বাড়িয়ে দেন,একারণে স্টল মালিকেরা লাভের আশা করছেন।বৃক্ষমেলাতে জেলার ৩ উপজেলা থেকে মোট ১৭টি স্টলে বিভিন্ন নার্সারি অংশ গ্রহণ করেছে। বৃক্ষ মেলায় দশম দিনের মত চললেও মেলাতে এখন পর্যন্ত ভালো বেচাকেনা না হয় নার্সারি মালিকরা হতাশ তবে কয়েক দিন বৃষ্টি হবার কারণে বেচাকেনা ভালো হবার আশা করছে মালিকের কয়েক জনের সাথে আলাপচারিতায় বৃক্ষ মেলা অভিযানের ২৪ শে সবুজ ছায়া নার্সারি মালিক মোঃ আব্দুস সালাম জানান বর্তমানে বৃষ্টি না থাকায় শুকনো মৌসুমে কেউ গাছ লাগাতে চাচ্ছিল না তবে হটাৎ বৃষ্টির কারণে বেচাকেনা বৃদ্ধি পেয়েছে,এবার কিছু টা লাভের আশা করছি প্রতি দিন দশহাজার থেকে বারো হাজার টাকা আসছে। এ সময় আরো কয়েকটি মালিকের সাথে আলাপে জানতে পারি বাঁধন নার্সারি মালিক বিদ্যুৎ দত্ত,তুব্বা নার্সারি এন্ড হর্টিকালচারের মালিক মিরাজুল ইসলাম, ফাতেমা নার্সারি মালিক রবিউল ইসলাম,বিপ্লব নার্সারি মালিক বিল্লাল হোসেন, জাহিদ নার্সারির মালিক জাহিদুল ইসলাম জানান আজ কয়েকদিন আগে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকার বেশি বিক্রয় করতে পারি নাই । বর্তমান একটু বেচাকেনা বৃদ্ধি পেয়েছে। এ সময় মেহেরপুর বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস টি হালিম হায়দার জানান আমরা বৃক্ষ মেলা সকল শ্রেণীর মানুষের মাঝে পৌঁছে দেয়ার জন্য প্রচার করে যাচ্ছি আমরা চাই প্রতি টি বাড়ির একটু ফাঁকা জায়গা পড়ে না থাকুক ,পতিত জমিতে বৃক্ষরোপণ অভিযানের পরিকল্পনা করেছে জেলা বন বিভাগ। বৃক্ষ মেলায় কয়েক জন শিক্ষার্থী ও কয়েক শ্রেণী মানুষের কথা বলে জানা গেছে দেশে গড়ার জন্য গাছের প্রয়োজন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply