মেহেরপুরে পাঁচ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত
মেহেরপুরে টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে মাঠের ফসল। অনেক ফসলি জমি তলিয়ে গেছে। সব চেয়ে বেশি ক্ষতি হয়েছে উঠতি সবজির। কৃষকরা জমি থেকে পানি বের করে, কিটনাশক ও ছত্রাকনাশক প্রয়োগ করে ফসল রক্ষা করার চেষ্টা করছে।
ম
কৃষি বিভাগ বলছে, ক্ষতিগ্রস্ত জমির কৃষকদের পরামর্শ দিচ্ছেন তারা।
মেহেরপুরের বিভিন্ন মাঠে গিয়ে দেখা যায়, পানিতে নুয়ে পড়েছে ধানক্ষেত, ভেঙে পড়েছে কলা, পেঁপে, করোলা, চিচিঙ্গা, শশা, লাউয়ের গাছ। সব চেয়ে বেশি ক্ষতি হয়েছে কাঁচা মরিচ, মাসকলাই ও গ্রীষ্মকালীন পেঁয়াজের। এমন দৃশ্য জেলার তিন উপজেলার বিভিন্ন গ্রামের মাঠজুড়ে।
আরও পড়ুন: একদিন ছুটির পরেই স্বাভাবিক হিলি স্থলবন্দরের আমদানি রফতানি
কৃষকরা বলছেন, উঠতি বাঁধাকপি, ফুলকপির ক্ষেত থেকে পানি নেমে গেলেও রোদ ওঠার সঙ্গে সঙ্গে পচন ধরার আশঙ্কা রয়েছে। এ সবজিগুলো আর ঘরে উত্তোলন করতে পারবেন কি না তা নিয়ে শঙ্কায় আছেন তারা। এতে বড় ধরনের লোকসানের মুখে পড়বেন কৃষকরা।
জমি থেকে পানি বের করে কিটনাশক ও ছত্রাকনাশক প্রয়োগ করে ফসল বাঁচানোর চেষ্টা করছেন কিছু কিছু কৃষক। তারপরও চিন্তার ভাঁজ তাদের কপালে। কতটুকু সফল হবে তা নিয়ে রয়েছে শঙ্কা।
আরও পড়ুন: ঝিনাইদহে বিপুল ফেনসিডিল জব্দ, পুলিশ কর্মকর্তাসহ আটক ৩
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিজয় কৃষ্ণ হালদার জানান, দুই তিনদিন পর ক্ষতির পরিমাণ নিরুপণ করা সম্ভব হবে। জমি থেকে পানি বের করে দেওয়াসহ এ সময়ে জমির ক্ষেতে সার ও কিটনাশক প্রয়োগ না করার পরামর্শ তাদের।
মেহেরপুর জেলায় ৪২ হাজার হেক্টর ফসলি জমির মধ্যে ৪ হাজার ৮৭২ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি কৃষি বিভাগের।
No comments: