Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ভারতের কট্টর সমালোচক শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট দিসানায়েকের সামনে বড় চ্যালেঞ্জ কী?




ভারতের কট্টর সমালোচক দিসানায়েকের সামনে বড় চ্যালেঞ্জ কী? গণঅভ্যুত্থানের পর প্রথম নির্বাচনে বামপন্থি প্রেসিডেন্ট পেয়েছে শ্রীলঙ্কা। সোমবার (২৩ সেপ্টেম্বর) দেশটির ১০ম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন অনুরা কুমারা দিসানায়েক। ক্ষমতা গ্রহণের পরপরই শ্রীলঙ্কার অর্থনীতির পাশাপাশি রাজনীতি সংস্কারের প্রতিশ্রুতি দেন মার্ক্সবাদী এই নেতা। শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েক। ছবি: সংগৃহীত শ্র বিশ্লেষকরা বলছেন, ভারতের কট্টর সমালোচক হিসেবে পরিচিত বামপন্থি এই নেতার সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ মুখ থুবড়ে পড়া অর্থনৈতিক সংকট মোকাবিলা।

প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার সময় এক বিবৃতিতে ৫৫ বছর বয়সী দিসানায়েক বলেন, লাখো মানুষের আশা, প্রত্যাশা ও স্বপ্ন তাকে এতদূর নিয়ে এসেছে। তাই সবাই মিলে একসঙ্গে শ্রীলঙ্কার ইতিহাস নতুন করে লেখার জন্য প্রস্তুত তিনি। ১৯৬৮ সালে জন্ম নেয়া দিসানায়েক ছাত্রজীবনেই রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। সময়ের সঙ্গে সঙ্গে শ্রীলঙ্কার দুর্নীতি ও দুর্বল শাসনের কঠোর সমালোচক হিসেবে খ্যাতিও অর্জন করেন। ২০১৪ সালে অনুষ্ঠিত ১৭তম জাতীয় কনভেনশনে জেভিপির নেতা হিসেবে নির্বাচিত হন কুমারা। তার এই দীর্ঘ রাজনৈতিক যাত্রা তাকে শ্রীলঙ্কার রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী অবস্থানে পৌঁছে দিয়েছে। তার কাছে দেশের সাধারণ মানুষের অনেক প্রত্যাশা। আরও পড়ুন: শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট কে এই দিসানায়েক? তারা বলছেন, আমাদের চাওয়া, আমরা যাতে কম খরচে বসবাস করতে পারি এবং দেশের গরীব মানুষ যেন ভালো থাকে। আমরা চাই খাদ্য, পানি, বিদ্যুৎ ও ঔষধের খরচ কম হোক। মনে হচ্ছে আমাদের আশা এবার পূরণ হবে, যা দরকার ছিল দেশের এই সংকটময় পরিস্থিতিতে। সবাই মিলে একসঙ্গে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে হবে, তাহলেই মানুষের কষ্ট লাঘব হবে। শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট ভারতবিরোধী হিসেবে বেশ পরিচিত। সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা ও গোতাবায়া রাজাপক্ষের বিরোধী রাজনীতি করলেও, দেশটিতে তামিল বিদ্রোহ দমনে রাজাপক্ষে সরকারকে তিনি সমর্থন করেছিলেন। কুমারা ও তার জেভিপিকে চীনপন্থি হিসেবেই দেখা হয় শ্রীলঙ্কায়। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত রাজনীতিবিদদের চেয়ে নিজেকে ভিন্ন হিসেবে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন বামপন্থি এই নেতা। আরও পড়ুন: শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ীর নাম ঘোষণা তিনি বলেছেন, আমাদের সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো, আমরা অর্থনৈতিকভাবে দুর্বল একটি দেশ পেয়েছি। একইসঙ্গে দেশের রাজনীতিতে জনগণের আশানুরূপ একটি সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। এটাই আপাতত আমাদের লক্ষ্য রাখতে হবে। কারণ দেশের রাজনীতি ও রাজনীতিকদের প্রতি জনগণের বেশ নেতিবাচক দৃষ্টি রয়েছে। ২০২২ সালে দুর্নীতিতে জর্জরিত হওয়ায় সাধারণ মানুষের তোপের মুখে শ্রীলঙ্কাকে দেউলিয়া ঘোষণা করে দেশ ছাড়েন তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। এরপর মুখ থুবড়ে পড়ে দেশটির অর্থনীতি। এর দুই বছর পর এবারের নির্বাচনে চার প্রার্থীকে পেছনে ফেলে গেল রোববারের নির্বাচনে জয়ী হন বৃহত্তর জোট ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির নেতা কুমারা দিসানায়েক।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply