এবার ইসরাইলে হিজবুল্লাহর হামলা, ২ সেনা নিহত
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই ইসরাইলি সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার ( ১৯ সেপ্টেম্বর) ইসরাইলের উত্তরাঞ্চলে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
ইসরাইলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর হামলায় ২ সেনা নিহত হন বলে দাবি করেছে আইডিএফ। ছবি: সংগৃহীত
নিহত সৈন্যরা হলেন ৪৩ বছর বয়সী মেজর নেইল ফারসি। এবং ২০ বছর বয়সী সার্জেন্ট টোমার কারেন।
আইডিএফ জানায়, পশ্চিম গ্যালিলের ইয়ারা অঞ্চলের বাইরের হিজবুল্লাহর চালানো ড্রোন হামলায় ফারসি নিহত হন। এ সময় আরেক সেনা গুরুতর আহত হন।
আরও পড়ুন:লেবাননে পেজার হামলা নিয়ে যা বলল রাশিয়া
অন্যদিকে কারেন নিহত হন হিজবুল্লাহর চালানো ক্ষেপণাস্ত্র হামলায়। লেবানন থেকে হিজবুল্লাহর দুটি ট্যাংকবিরোধী ক্ষেপণাস্ত্র সীমান্তের রামিম রিজ এলাকায় একটি অবস্থানে আঘাত করলে কারেন নিহত হন। এই হামলায় আরও আট সেনা আহত হন যার মধ্যে একজনের অবস্থা গুরুতর।
এরে আগে মঙ্গলবার লেবানন জুড়ে হিজবুল্লাহর ব্যবহার করা হাজার হাজার পেজারে একযোগে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সবশেষ ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হন প্রায় তিন হাজার মানুষ।
পেজার হামলার পরদিন বুধবার লেবাননের বিভিন্ন স্থানে ওয়াকিটকিসহ যোগাযোগের নানা ধরনের তারহীন যন্ত্র বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হন।
Tag: world
No comments: