Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » ভারতে এমপক্সের বিপজ্জনক ‘ক্লেড ১বি’ ভ্যারিয়েন্ট শনাক্ত




এমপক্সের নতুন ভ্যারিয়েন্ট ‘ক্লেড ১বি’-এর সংক্রমণ এবার ভারতেও। বার্তা সংস্থা এএনআই দেশটির সরকারি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, কেরালার এক রোগীর শরীরে এমপক্সের ক্লেড ১বি’র সংক্রমণ ধরা পড়েছে। ছবি: সংগৃহীত স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এমপক্সের এই ভ্যারিয়েন্টে প্রথম কেউ আক্রান্ত হলেন ভারতে। ওই রোগী সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরেছিলেন। এরপর থেকেই তার শরীরে এমপক্সের বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছিল। দেশে ফেরার পর থেকে জ্বরে ভুগছিলেন ওই রোগী। ত্বকে র‌্যাশ দেখা দিয়েছিল। চিকেনপক্সে যেমন হয়, অনেকটা সেই রকমই। পরে চিকিৎসকের পরামর্শ নিতে যান তিনি। সেই সময়ে উপসর্গ দেখে সন্দেহ হয় চিকিৎসকের। নমুনা পরীক্ষা করা হলে শরীরে এমপক্সের সংক্রমণ ধরা পড়ে। আরও পড়ুন: মালয়েশিয়ায় এমপক্সে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত গত মাসেই এমপক্সের নতুন ধরণ ক্লেড ১ প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এ জন্যই এটিকে বিপজ্জনক বলা হচ্ছে। এদিকে, ভারতে এমপক্সের সংক্রমণের হিসাবে অবশ্য কেরালার এই রোগী দ্বিতীয় আক্রান্ত। এর আগে দিল্লিতে এক রোগীর শরীরে সংক্রমণ ধরা পড়েছিল। তবে সেটি ছিল ক্লেড ২ ভ্যারিয়েন্টের সংক্রমণ। এমপক্সের নতুন এই ধরণ বিশ্বের একাধিক দেশে মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। আফ্রিকায় যে গতিতে সংক্রমণ ছড়িয়েছে, তার জেরে আগস্টে এমপক্স নিয়ে গোটা বিশ্বের জন্য জরুরি অবস্থার সতর্কতা ঘোষণা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আরও পড়ুন: এমপক্সের প্রথম টিকার অনুমোদন দিলো ডব্লিউএইচও ২০২২ সালের পর এ নিয়ে দ্বিতীয়বার এমপক্স নিয়ে সতর্কতা জারি করা হয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply