Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধ: ১০টি গুরুত্বপূর্ণ তথ্য




ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই লেবানন সীমান্তে যুদ্ধ করছে ইসরাইলি সেনাবাহিনী ও ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবে, সম্প্রতি লেবাননে ব্যাপক আকারে হামলা শুরু করেছে নেতানিয়াহু বাহিনী। এক সপ্তাহেরও কম সময়ে লেবাননে ইসরাইলি বোমা হামলায় ৬০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। দক্ষিণ লেবাননের কাফার রুমান গ্রামে ইসরাইলি বিমান হামলার পর ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। ছবি: এপি সবশেষ বুধবার (২৫ সেপ্টেম্বর) লেবাননে ইসরাইলি হামলায় আরও ৭২ জন নিহত হয়েছেন। তবে বিমান হামলা চালিয়েই ক্ষান্ত হচ্ছে না ইসরাইলি বাহিনী, তারা দেশটিতে স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। নিজেদের সেনাদের ‘সম্ভাব্য’ স্থল অভিযানের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। এদিকে ইসরাইলের হামলার জবাবে পাল্টা হামলাও চালাচ্ছে হিজবুল্লাহ। এরই মধ্যে তারা ইসরাইলে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে বিশাল আকারে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে। ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধের ১০টি গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেয়া যাক: ১. ইসরাইলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি একটি ট্যংক ব্রিগেডকে লেবাননে ‘সম্ভাব্য’ স্থল অভিযানের জন্য প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন। আরও পড়ুন: লেবাননে ইসরাইলি বোমা হামলায় আরও ৭২ জন নিহত ২. ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা গত তিনদিনে লেবাননে ২ হাজারেরও বেশি হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ৩. ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিশ্রুতি দিয়েছেন, হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলের সামরিক অভিযান ততক্ষণ বন্ধ হবে না, যতক্ষণ না সীমান্ত সংঘর্ষে বাস্তুচ্যুত উত্তরাঞ্চলীয় বাসিন্দারা নিরাপদে তাদের বাড়িতে ফিরে যেতে পারে। ৪. প্রায় এক বছর ধরে ইসরাইলের সঙ্গে চলে আসা সীমান্ত যুদ্ধে প্রথমবারের মতো তেল আবিবের উপকণ্ঠে অবস্থিত ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দফতর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। আরও পড়ুন: ইসরাইলের বিমান হামলায় হিজবুল্লাহর আরেক কমান্ডার নিহত ৫. ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র বলেছে, তারা লেবাননে ইসরাইলি সেনাদের স্থল অভিযান ‘আসন্ন’ বলে মনে করে না। পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং গণমাধ্যমকে বলেন, ‘মনে হচ্ছে না কোনো কিছু (স্থল অভিযান) শিগগিরই হতে পারে।’ এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অবশ্য মধ্যপ্রাচ্যে ‘সর্বত্মক যুদ্ধের’ শঙ্কা নিয়ে সতর্ক করেছেন। তিনি একটি নিউজ চ্যানেলকে বলেন, ‘একটি সর্বত্মক যুদ্ধের আশঙ্কা আছে।’ ৬. বুধবার (২৫ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং তাদের মিত্র কয়েকটি দেশ ইসরাইল-লেবানন সীমান্তে ২১ দিনের সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। আরও পড়ুন: মোসাদের সদর দফতর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হিজবুল্লাহর ৭. জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। ৮. লেবাননে ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। দেশটি বলেছে, ‘মধ্যপ্রাচ্য পুরোপুরি বিপর্যয়ের মুখোমুখি হয়েছে।’ এছাড়াও তারা সতর্ক করে বলেছে, ইসরাইল লেবাননে আগ্রাসনের তীব্রতা বৃদ্ধি করলে তেহরান বৈরুতকে ‘সর্বাত্মক’ সমর্থন করবে। ৯. পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লেবাননে ভ্রমণ না করার জন্য নিজেদের নাগরিকদের পরামর্শ দিয়েছে ভারত। এছাড়া বৈরুতে ভারতীয় দূতাবাস লেবাননে বসবাসরত ভারতীয় নাগরিকদের দেশ ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে এবং জনগণকে ‘অত্যন্ত সতর্কতা অবলম্বন করার’ও পরামর্শ দিয়েছে। আরও পড়ুন: লেবাননজুড়ে ইসরাইলের বিমান হামলায় নিহত বেড়ে ৫৫৮ ১০. গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরাইলের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে ১২০০ মানুষকে হত্যা করে। সেদিন থেকেই গাজায় হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। আর এরপর থেকেই ইসরাইল ও হিজবুল্লাহ সদস্যরা লেবাননের সীমান্তে লড়াই করছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply