ইউক্রেনের হাসপাতালসহ বিভিন্ন স্থাপনায় রাশিয়ার হামলায় নিহত ৩৬
কিয়েভে সোমবার একটি ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হওয়া ভবন ও গাড়ির কাছে দাঁড়িয়ে আছেন স্থানীয় বাসিন্দারা। ছবি : এএফপি
রাশিয়া ইউক্রেনের শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। রাজধানী কিয়েভের একটি শিশু হাসপাতালে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। খবর বিবিসির।
ইউক্রেনের সবচেয়ে বড় শিশু চিকিৎসাকেন্দ্র ওহমাতদিত শিশু হাসপাতালে হামলায় দুজন মারা যান। বিস্ফোরণে হাসপাতালটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের চিফ অব স্টাফ অ্যান্ড্রি ইয়ারমাক সোমবার বলেন, হামলায় ৩৬ জন নিহত এবং ১৪০ জন আহত হয়েছেন।
রাশিয়া হাসপাতালটিকে লক্ষ্যবস্তু করার বিষয়টি অস্বীকার করে বলেছে, তারা ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের খণ্ডকে আঘাত করেছে। তবে ইউক্রেন দাবি করেছে, তারা ঘটনাস্থলে রাশিয়ার একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের অবশিষ্টাংশ খুঁজে পেয়েছে।
No comments: