মেহেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
মেহেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরের দিকে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয় মিলনায়তনে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার এস এম নাজমুল হক, বিপিএম(বার), পিপিএম এর সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলার অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ, মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা সমূহের তদন্তের অগ্রগতি আলোচনা করা হয়।
পরে পুলিশ সুপার এস এম নাজমুল হক, বিপিএম(বার), পিপিএম মেহেরপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সদের মধ্যে ভালো কাজের স্বীকৃতিস্বরুপ ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) আব্দুল করিমসহ সকল থানার অফিসার ইনচার্জ, ক্যাম্পের আইসিসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Tag: English News others politics
No comments: