Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » অবসর ভেঙে ফেরা নিয়ে যা বললেন ডি মারিয়া




অ্যাঞ্জেল ডি মারিয়া। ছবি : এএফপি স্বপ্নময় বিদায় বোধহয় একেই বলে। টানা চারটি আন্তর্জাতিক শিরোপা জিতেছেন, ক্যারিয়ারের সর্বশেষ ম্যাচেও তিনি শিরোপাজয়ী দলের সদস্য। অ্যাঞ্জেল ডি মারিয়ার বিদায়টা হয়েছে বর্ণিল। কোপা আমেরিকার ফাইনালের পরই বিদায় জানাবেন ফুটবলকে, এটি সবার আগেই জানা ছিল। ফাইনালের আগে অবশ্য আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি জানিয়েছিলেন, চেষ্টা করবেন ডি মারিয়াকে ফেরানোর। তার সঙ্গে এ বিষয়ে কথাও বলেছিলেন স্কালোনি। তবে, এল ফিদেও সুন্দরভাবেই তা ফিরিয়ে দিয়েছেন। জানিয়েছেন, ফিরলেও খেলোয়াড় হিসেবে আর নয়। ক্রীড়াভিত্তিক আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ডি মারিয়া বলেন, ‘’আমি তাকে (স্কালোনি) বলেছি ফিরব, কিন্তু সেটি খেলোয়াড় হিসেবে নয়। যেভাবে বিদায় নিয়েছি, এরচেয়ে ভালোভাবে আর নিতে পারব না। সবকিছুই জেতা হয়েছে। একজন চ্যাম্পিয়ন হিসেবে মাথা উঁচু করে বিদায় বলতে পারাটা গর্বের।’ এর আগে স্কালোনি বলেছিলেন, ‘আমরা চাই না ডি মারিয়া প্রয়োজন শেষ হওয়ার আগে অবসর নিক। তাকে মাঠে দেখতে চাই। তার প্রতি আমাদের মনোভাব কেমন, তা সবাই জানেন। চেষ্টা করব তাকে ফেরানোর, দেখি সে মানে কি না। এখন পর্যন্ত সে উপভোগ করছে খেলাটা। তাকে উপভোগ করতে দেওয়াই শ্রেয়।’ খেলাটাকে চূড়ান্ত উপভোগ করেই থেমেছেন ডি মারিয়া। শূন্য থেকে উঠেছেন শৃঙ্গে, হয়েছেন সর্বজয়ী দলের অন্যতম প্রধান চরিত্র।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply