সুপ্রিম কোর্টে জামিন পেলেন কেজরিওয়াল, তবে মিলছে না মুক্তি
মানি লন্ডারিং মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে অন্য একটি মামলায় জামিন আবেদনের শুনানি থাকায় এখনই মুক্তি পাচ্ছেন না তিনি।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ছবি: সংগৃহীত
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, শুক্রবার (১২ জুলাই) দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মানি লন্ডারিং মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও দীপংকর বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।
দিল্লির মন্ত্রী অতশী বলেন, ‘আদালতের রায়ে এটা স্পষ্ট যে, কেজরিওয়ালের বিরুদ্ধে যে অভিযোগ দেয়া হয়েছে তা বিজেপির ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না। ইডি যথাযথ প্রমাণ ছাড়াই তাকে গ্রেফতার করেছে। আর সিবিআই গ্রেফতার করেছে যাতে করে তাকে কারাবন্দি রাখা যায়।’
আরও পড়ুন: এবার ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে কেজরিওয়াল
চলতি বছরের ২১ মার্চ কেজরিওয়ালকে মানি লন্ডারিং মামলায় গ্রেফতার করে ইডি। ভারতের ইতিহাসে কেজরিওয়ালই প্রথম মুখ্যমন্ত্রী, যাকে পদে থাকাকালীন গ্রেফতার করা হয়েছে।
গেল লোকসভা নির্বাচনের সময়ে কেজরিওয়ালকে কিছু দিনের জন্য অন্তর্বর্তী জামিন দিয়েছিলেন সুপ্রিম কোর্ট। ওই জামিনের মেয়াদ শেষ হলে ২ জুন আবার তিহার জেলে গিয়ে আত্মসমর্পণ করেন এই নেতা।
No comments: