মোদিকে জড়িয়ে ধরলেন পুতিন, খাওয়ালেন চা
টানা তৃতীয় মেয়াদে ক্ষমতাগ্রহণের পর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথমবারের মতো রাশিয়া সফরে গেছেন। মস্কোতে পৌঁছানোর পর স্বাগত জানাতে তাকে জড়িয়ে ধরেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মস্কোতে পৌঁছানোর পর মোদিকে জড়িয়ে ধরেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, ভারতীয় প্রধানমন্ত্রী মোদি দুদিনের জন্য রাশিয়া সফরে গেছেন। সোমবার (৮ জুলাই) মোদি মস্কোয় পৌঁছানোর পর ভারতীয় অভিবাসীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
কুশল বিনিময় শেষে তিনি মস্কোর অদূরে নভো ওগারিওভোতে পুতিনের বাসভবনে অনানুষ্ঠানিক বৈঠক করেন। এ সময় তাকে চা পান করিয়ে আতিথিয়তা করেন পুতিন। একইসঙ্গে মোদিকে গলফ কোর্টে চড়ে তার আস্তাবল পরিদর্শনে নিয়ে যান তিনি।
আরও পড়ুন: রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বেড়ে ৪১, পাল্টা জবাবের হুঁশিয়ারি জেলেনস্কির
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পুতিনের সঙ্গে আলিঙ্গনাবদ্ধ একটি ছবি পোস্ট করেন মোদি। সেখানে তিনি লেখেন, ‘আজ সন্ধ্যায় আমরা একটি আনন্দঘন মুহূর্ত কাটিয়েছি। আগামীকাল আমরা আবারও আলোচনায় বসার অপেক্ষায় রয়েছি। আমাদের দ্বিপক্ষীয় বৈঠক ভারত ও রাশিয়ার বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে বলে আশা করছি।’
মোদির মস্কো সফর ভারত–রাশিয়ার দীর্ঘস্থায়ী সম্পর্কেরই ইঙ্গিত দেয়। যদিও এ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বরাবরই চোখে পড়ার মতো। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে পশ্চিমা বিশ্ব রাশিয়া থেকে তেল আমদানি করার ওপর সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে। আর ভারত রাশিয়ার কাছ থেকে তুলনামূলক কম মূল্যে জ্বালানি ও অস্ত্র কেনার সুযোগ কাজে লাগাচ্ছে।
আরও পড়ুন: মস্কো সফরে মোদি
তবে মস্কোর কাছ থেকে অস্ত্র ও তেল কেনার কারণে পশ্চিমাদের সঙ্গে ভারতের কিছুটা দূরত্ব তৈরি হয়েছে বলে মনে করেন বিশ্লেষকেরা।
No comments: