Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » কোপার ফাইনাল আর্জেন্টিনার ইতিহাস না কলম্বিয়ার অপেক্ষার অবসান?




কোপার ফাইনাল আর্জেন্টিনার ইতিহাস না কলম্বিয়ার অপেক্ষার অবসান?

আর্জেন্টিনা ফুটবল দল (বামে) ও কলম্বিয়া ফুটবল দল। ছবি : এএফপি আর্জেন্টিনার হারানোর কিছু নেই। কলম্বিয়ার সামনে আছে পাওয়ার মতো অনেক কিছু। ইউরো-বিশ্বকাপ-ইউরো, ঐতিহাসিক ট্রেবল জিতে হইচই ফেলে দিয়েছিল স্পেন। সেই পথেই হাঁটছে আর্জেন্টিনা। তাদের সামনে সুযোগ কোপা-বিশ্বকাপ-কোপা, ঐতিহাসিক ট্রেবল জেতার। যে পথে দেয়াল হয়ে দাঁড়ানো কলম্বিয়ার সামনে ২৩ বছর পর ফের কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। কোপা আমেরিকার ফাইনালে আগামীকাল সোমবার (১৫ জুলাই) মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হার্ডরক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়। শক্তি-সামর্থ্য কিংবা বর্তমান পারফরম্যান্স—সার্বিক দিকেই এগিয়ে আর্জেন্টিনা। কলম্বিয়াকে ফেলে দেওয়ার জো নেই। তারা ফাইনালে এসেছে দুর্দান্ত ফুটবল খেলে। আর্জেন্টিনার এটি টানা দ্বিতীয় ফাইনাল। আর এই মঞ্চে আসতে কলম্বিয়াকে অপেক্ষা করতে হয়েছে ২৩ বছর। সর্বশেষ ২০০১ সালে মেক্সিকোকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দলটি। Advertisement লিওনেল স্কালোনির আর্জেন্টিনার বড় শক্তি তার দলটাই। পুরো দলে কোনো খুঁত নেই। গোলপোস্টে এমিলিয়ানো মার্টিনেজ থেকে শুরু করে প্রতিপক্ষের গোলমুখে লিওনেল মেসি-লাউতারো মার্টিনেজ। মাঝখানে অ্যাঞ্জেল ডি মারিয়া-রদ্রিগো ডি পল-হুলিয়ান আলভারেজরা তো আছেনই। কাকে রেখে কাকে দিয়ে শুরু করাবেন, সেই মধুর সমস্যায় স্কালোনি পড়েছিলেন সেমি ফাইনালে কানাডার বিপক্ষে ম্যাচেই। অন্যদিকে, কলম্বিয়াও দল হিসেবে নিজেদের গড়ে তুলেছে নতুনভাবে। কোচ নেস্তর লরেঞ্জোর অধীনে পুনরুত্থান ঘটেছে লাতিন এই দলটির। যে লরেঞ্জো আবার নিজেও আর্জেন্টাইন। নিজ দেশের বিপক্ষে ফাইনালে লরেঞ্জোর বড় শক্তি দলের অধিনায়ক হামেস রদ্রিগেজ। চলমান কোপায় সবচেয়ে বেশি ছয়টি অ্যাসিস্ট তার। ফাইনালে তার দিকেই চেয়ে থাকবে দল। তাকে ঘিরেই সাজানো হবে রণকৌশল।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply