Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » মেহেরপুরের নক্ষত্র অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহমান ফুটবল এর যাঁদুকারীতে কেটেছে পাঁচ যুগ




মেহেরপুরের নক্ষত্র অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহমান ফুটবল এর যাঁদুকারীতে কেটেছে পাঁচ যুগ জীবনের রেখে আসা সময় গুলো বয়সের পড়ন্ত বিকেলে আজও রৌদ্র ছড়ায়, স্বপ্ন জাগায় মনের মোহনায়। অনেক ক্ষেত্রেই অনেক সময় স্মৃতির খোলাং চেলে সব কথায় মনে করিয়ে দেয়। এমনি গুছানো চিন্তার আলো জ্বেলে বিশ্বস্ত মানুষের মত এই সমাজের হতে হয় ভালো-মন্দের সাক্ষী। মেহেরপুরের সবার শ্রদ্ধা সম্মানের মানুষ অবসরপ্রাপ্ত শিক্ষক ও সাবেক ক্রিড়াবিদ মোঃ আব্দুর রহমান এর জীবন গল্প অনেক লম্বা যেখানে মানুষের ভালোবাসা ফুল পাখির মত সভ্যতা ছড়ায় অনেকটা কাল। ১৯৬০ সাল স্কুল জীবন থেকেই তিনি ফুটবল এ যাত্রা শুরু করেন। তিনি তাঁর নিজেস্ব জন প্রিয়তা ও ক্রীড়া কৌশল কে কাজে লাগিয়ে এক টানা ২৯ বছর স্থানিয় ফুটবল জগৎ কে করেছে শাসন, দর্শকদের নন্দিত মানুষ হিসাবে। অন্যদিকে মেহেরপুরের বিভিন্ন ফুটবল দলে যেমন প্রগতি পরিমল,অগ্রদূত,টাউন ক্লাব, এবং উল্কা ফুটবল দলে লেপ্ট আউটে দেখিয়েছেন ফুটবলের যাঁদুকারী খেলা সে এক যৌবনের উদ্দীপনা দর্শকদের জন্য। তিনি যেমন মাঠ ভর্তি দর্শক এর কাছ থেকে বাহাবা,হাততালি কুড়িয়েছেন,সেই সাথে জেলা ও জেলার বাইরে বিভিন্ন ক্লাব বা ক্রিড়া সংগঠনের কাছ থেকে পুরুস্কার তুলে নিয়েছেন ঘরে। মেহেরপুরের বাইরের জেলা চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, নীল ফামারী,নাটর, ঝিনাইদহ,কালিগন্জ,সিরাজগন্জ,ও খুলনাতে ফুটবল খেলাতে দাপট দেখিয়ে সম্মানের সাতে ফুটবল জগতে ছিলেন। অন্যদিকে মোঃ আব্দুর রহমান ফুটবল খেলার পরিচালক ( রেফারী) হিসাবে খেলা পরিচালনা করেছেন ১০ টি বছর।শুধু তাই নয় আন্তরজাতিক ক্রিড়া সংগঠন ফি ফার আয়োজনে ১৯৯৫ সালে ঢাকাতে গো ফর গোল কোচ এর ট্রেনিং নিয়েছেন। এই ভদ্র চিন্তার মানুষটি,খেলাধূলার পাশপাশি মেহেরপুর হোটেল বাজারে বি এম প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষক হিসাবে চাকুরী শেষ করেছেন। সম্মানিত ব্যক্তিকে সব শ্রেনীর মানুষই কমবেশি রহমান ক্রিড়াবিদ এ মাষ্টার হিসাবেই চিনে থাকে। এই ব্যক্তিত্বময় জীবনের জীবনের আলোকিত জল আজও অনেকটা সুস্থ শরীর নিয়ে বেঁচে আছেন, তাঁর বাড়ি মেহেরপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের মল্লিকপাড়া।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply