ন্যাটোর সঙ্গে উত্তেজনার মধ্যেই চীন-রাশিয়া সামরিক মহড়া
সামরিক জোট ন্যাটোর সঙ্গে টানাপোড়েনের মধ্যেই যৌথ সামরিক মহড়া শুরু করেছে চীন ও রাশিয়া। সোমবার (১৫ জুলাই) চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এপি।
মহড়ার সঙ্গে আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতির কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়। ছবি: এপি
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মহড়ায় এয়ার ডিফেন্সের পাশাপাশি অ্যান্টি সাবমেরিন মহড়াও চালানো হবে। এ সামরিক মহড়া শেষ হবে ১৭ জুলাই।
এ বিষয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রোববার থেকে ‘যৌথ সমুদ্র ২০২৪’ নামের এই মহড়া গোয়াংডং প্রদেশের ঝাংজিয়াং শহরের কাছে শুরু হয়েছে।
আরও পড়ুন: ট্রাম্পকে হত্যাচেষ্টার তীব্র নিন্দা ন্যাটো প্রধানের
মহড়ার সঙ্গে আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতির কোনো সম্পর্ক নেই। এমনকি কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়। রাশিয়া ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে এ মহড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
সম্প্রতি ওয়াশিংটনে ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনে ৩২ সদস্য অনুমোদিত একটি বিবৃতি প্রকাশ করা হয়। এতে বেইজিংকে ইউক্রেনে চলমান যুদ্ধেরে জন্য রাশিয়ার চরম সাহায্যকারী হিসেবে চিহ্নিত করা হয়।
No comments: